kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

তারকার প্রিয়

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতারকার প্রিয়

কারিনা কাপুর খান

কারিনার প্রিয় পাঁচ অভিনেতা

সাইফ আলী খান, হৃতিক রোশান, অজয় দেবগণ, আমির খান ও রণবির কাপুর—এই হলো কারিনা কাপুর খানের প্রিয় বলিউড অভিনেতাদের তালিকা। রণবির ছাড়া সবার সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে অভিনেত্রীর। কারিনা মনে করেন পাঁচ অভিনেতা যেভাবে বিভিন্ন চরিত্রে নিজেদের মানিয়ে নেন সেটা অসাধারণ। উদাহরণ হিসেবে স্বামী সাইফের কথা বলেন। কয়েক বছর ধরে তাঁর সময়টা ভালো যাচ্ছিল না। সেখান থেকে ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এ যেভাবে ফিরে এসেছেন সেটা কারিনার খুব ভালো লেগেছে। ‘সঞ্জু’তে রণবিরের অভিনয় দেখেও মুগ্ধ। তবে সবচেয়ে আশ্চর্য আমির খান ও অজয় দেবগণকে দেখে। এই বয়সেও যেভাবে সমান তালে কমেডি, অ্যাকশনসহ সব ধরনের ছবি করে যাচ্ছেন সেটা দেখে নিজেই আশ্চর্য হন। তালিকার পাঁচজনের মধ্যে শুধু হৃতিক রোশানকে নিয়ে কিছুটা আক্ষেপ আছে কারিনার। তাঁর মতে, যতটা কথা ছিল ততটা ভালো করতে পারেননি অভিনেতা।

মন্তব্যসাতদিনের সেরা