kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

কথা দিলে যেন রাখে

আজিজ রেজার কাছে নাচ শিখেছিলেন। তাঁর হাত ধরেই হলেন নায়ক। শাকিব খানকে নিয়ে কিছু আবেগী কথা বললেন এই নৃত্য পরিচালক

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকথা দিলে যেন রাখে

সুসময়ে তাঁরা ‘দুই ভাই’

২০ বছর কেন, শাকিব আরো ৫০ বছর ঢালিউডে রাজত্ব করুক—সেটাই চাই। ও আমার ছোট ভাই, অনেক আদরের ভাই। ওকে হিরো বানানোর জন্য কী না করেছি! শাকিব তখন বলত, ‘আমরা রক্তের ভাই না তো কী হয়েছে। একদিন আমাদের সম্পর্ক আদর্শ ভাইয়ের উদাহরণ হবে।’ আজকে সে সুনামের সঙ্গে দেশে-বিদেশে কাজ করছে—এটা আমার জন্য গর্বের। ওর চারপাশে এখন অনেক মানুষ। আজিজ রেজাকে হয়তো সে আর চেনে না। এমনই হয়। অতীত যারা ভুলে যায়, তারা নিজের অস্তিত্ব ভুলে যায়। ইন্ডাস্ট্রিতে একটা সময় সবাই তাকে আজিজ রেজার ভাই হিসেবে চিনেছে। এখন হয়তো আমি ওর ভাই নই। আমার মা ওকে আমার চেয়েও বেশি ভালোবাসতেন। শুটিংয়ে যাওয়ার সময় বড় মাছটা দিয়ে বলতেন, এটা রানার জন্য। মুরগির স্পেশাল পিসটাও দিত রানার জন্য। মা এখন মৃত্যুশয্যায়, এখনো তিনি রানার কথা স্মরণ করেন। রানার কথা বলতে বলতেই বাবা মারা গেছেন। ওর একবার সুযোগ হয়নি বাবাকে দেখতে আসার। মা যখনই রানার কথা স্মরণ করেন, দুই হাত তুলে দোয়া করেন। আমি ওকে একটাই পরামর্শ দেব, ও যেন কাউকে কথা দেওয়ার আগে ভাবে কথাটা রাখতে পারবে কি না। সবাইকে যে কথা দিতে হবে এমন নয়। কিন্তু কথা দিলে সেটা যেন রাখে। কারণ কেউ হয়তো অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে থাকে।

মন্তব্যসাতদিনের সেরা