kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

তারকার প্রিয়

৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতারকার প্রিয়

ক্লোয়ি গ্রেস মোরেত্জ

ক্লোয়ির পছন্দ হরর, থ্রিলার

নতুন প্রজন্মের অভিনেত্রীর মধ্যে অন্যতম ক্লোয়ি গ্রেস মোরেত্জ। গেল সপ্তাহেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি সাইকোলজিক্যাল থ্রিলার ‘গ্রিটা’। এই ঘরানার ছবি অভিনেত্রীর ভীষণ পছন্দ। এ ছাড়া হরর, সুপারন্যাচারাল ঘরানাও ভীষণ ভালোবাসেন। ডেভিড ফিঞ্চারের ‘সেভেন’, রবার্ট জেমিকিসের ‘হোয়াট লাইজ বেনিথ’ কতবার দেখেছেন ঠিক নেই। এখন অবশ্য দেখছেন সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’। প্রথম পর্ব দেখেই ভীষণ মুগ্ধ হয়েছেন। স্টিভেন কিংয়ের লেখা থেকে তৈরি ছবি ভালো লাগে ক্লোয়ির। হালে দেখেছেন তাঁর বই থেকে তৈরি ‘জেরার্ল্ড’জ গেম’। এনিমেশন ছবিও দেখেন নিয়মিত। ইদানীংকালের মধ্যে ভালো লেগেছে ‘ইনসাইড আউট’।

মন্তব্যসাতদিনের সেরা