kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

কার বদলা কে নেয়

‘পিংক’-এর পর আবার একসঙ্গে অমিতাভ বচ্চন-তাপসী পান্নু, আবারও এক বাঙালি পরিচালক। আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা ‘বদলা’ নিয়ে লিখেছেন খালিদ জামিল

৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকার বদলা কে নেয়

সুজয় ঘোষের ছয় নম্বর সিনেমা ‘বদলা’। ছবিটি স্প্যানিশ ব্লকবাস্টার ‘দ্য ইনভিজিবল গেস্ট’-এর অফিশিয়াল রিমেক। ‘কাহানি’র সাফল্যের পর সুজয় মূলত থ্রিলার বানাতে এবং প্রযোজনা করতে পছন্দ করছেন। ‘তিন’ ও ‘কাহানি ২’-এর পর এবার আসছেন ‘বদলা’ নিয়ে। একটি খুনের মামলার আসামিকে ঘিরে নানা ঘটনা ঘটে। সেটা নিয়েই ছবি। থ্রিলার ছবির নিয়মই হলো গল্প আগে থেকে না জানানো। কিন্তু ‘দ্য ইনভিজিবল গেস্ট’-এর মতো ব্যবসাসফল ছবি, যা অনেকেরই দেখা, সেই ছবির রিমেক মানুষ কেন দেখবে? “গল্পটা জানা থাকলেও সেটা বলার ঢংয়ে যদি নতুনত্ব আনা যায় তাহলে কিন্তু অবশ্যই দর্শক সেটা গ্রহণ করবে। এই যেমন ‘গডফাদার’ বই তো অনেক আগেই প্রকাশিত হয়েছিল। তাতে তো সিনেমার আবেদন কমে যায়নি,” বলেন সুজয়।

ট্রেলার মুক্তি পাওয়ার পর ‘বদলা’র সঙ্গে ‘দ্য ইনভিজিবল গেস্ট’-এর পার্থক্য ধরা পড়েছে দুই জায়গায়। মূল ছবিতে আসামি চরিত্র পুরুষ, এখানে সেটা বদলে হয়েছে নারী। উল্টো ঘটনা আইনজীবীর ক্ষেত্রে। ‘পিংক’-এর পর ‘বদলা’য় দ্বিতীয়বারের মতো অভিযুক্ত ও আইজীবীর চরিত্রে দেখা যাবে তাপসী পান্নু ও অমিতাভ বচ্চনকে। দুই ছবির সেটে অমিতাভের সঙ্গে কাজ করে অভিনেতার প্রবল ভক্ত হয়ে উঠেছেন তাপসী, ‘তাঁর কাছ থেকে কত কী শেখার আছে! এই বয়সেও দিনে মাত্র তিন ঘণ্টা ঘুমিয়ে ২১ ঘণ্টা টানা কাজ করতে পারেন। যদি তাঁর অর্ধেকও করতে পারতাম তাহলেই সফল মনে করতাম।’

ট্রেলারে চোখে না পড়লেও জানা গেছে, ‘বদলা’য় বিশেষ উপস্থিতি থাকছে শাহরুখ খানের। ‘ভুতনাত’-এর প্রায় এক যুগ পর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন তিনি। ছবির প্রযোজকও শাহরুখ। তবে স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানার ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কোনো ছবিতে এই প্রথম কাজ করলেন তিনি। সুজয়ের সিনেমায় লোকেশন নিয়ে সব সময়ই একটা চমক থাকে। ‘কাহানি’তে যেমন ছিল কলকাতা। এবারের ‘বদলা’ তৈরি হয়েছে স্কটল্যান্ডের গ্লাসগোতে।

মন্তব্যসাতদিনের সেরা