রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
মাসুম রেজা
‘তখন আমি পকেটে কলম রাখি
তখন আমি মাঝখানে কাটি সিঁথি
তখন কাঁধে শিল্পসাধকের হাত
গুরু-শিষ্যের মাঝে, চির সম্প্রীতি’
শ্রদ্ধার্ঘ্য সেলিম আল দীন।
১১ বছর আগে আজ আপনার চলে যাওয়ার দিন।
[১৪ জানুয়ারি ছিল সেলিম আল দীনের ১১তম মৃত্যুবার্ষিকী। গুরুকে স্মরণ করে সেদিন পুরনো ছবি ফেসবুকে দিলেন শিষ্য মাসুম রেজা]
পূর্ণিমা
কসম???
[পূর্ণিমার ছবি দিয়ে সালমান খান বলছেন, এই মেয়েটি তাঁর গার্লফ্রেন্ড। এবং তাঁকে অনেক ভালোবাসেন ‘দাবাং’ তারকা। না, এটি সত্যি ঘটনা নয়। একটি অনলাইন গেমের রেজাল্ট শেয়ার করেছেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী]
প্রিয়াঙ্কা চোপড়া
সুখের সর্বোচ্চ শিখরে।
[স্বামী নিক জোনাসের সঙ্গে হানিমুনে সুইজারল্যান্ড গেলেন প্রিয়াঙ্কা। হানিমুনের ছবি পোস্ট করে নায়িকার টুইট]
মন্তব্য