kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

নতুন অ্যালবাম

১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অ্যালবাম

অনিন্দিতা রায়ের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘হৃদয়-আকাশে’। গান রয়েছে ১০টি। শিরোনাম ‘তুমি যে আমারে চাও’, ‘আলোর অমল কমলখানি কে ফুটালে’, ‘বাজিল কাহার বীণা’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘সজনী সজনী রাধিকা লো’, ‘মোর ভাবনারে কী হাওয়ায়’, ‘অনেক দিনের আমার যে গান’, ‘মাঝে মাঝে তব  দেখা পাই’, ‘প্রেমের  ফাঁদ পাতা’ ও ‘ভরা থাক স্মৃতিসুধায়’। প্রকাশ করেছে গানওয়ালা।

মন্তব্যসাতদিনের সেরা