kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

অন্তর্জাল থেকে

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅপু বিশ্বাস

তুমি যা চাইবে হয়তো তোমার মা সব দিতে পারবে না। কিন্তু মনে রেখো, তোমার চাওয়ার চেয়েও বেশি ভালোবাসা সে দেবে।

[পুত্র জয়ের সঙ্গে তোলা ছবি দিয়ে অভিনেত্রীর পোস্ট]

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আপামর বাঙালির কাছের মানুষ, এক ও অদ্বিতীয় ‘মহানায়ক’। তুমি ছিলে, আছো এবং থাকবে আমাদের হূদয়ে।

শুভ জন্মদিন উত্তম জেঠু।

[উত্তম কুমারের কোলে ছোট্ট প্রসেনজিৎ, এমন একটি ছবি পোস্ট করে ‘মহানায়ক’-এর জন্মদিনে প্রসেনজিতের টুইট]

 

মন্তব্যসাতদিনের সেরা