kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

স্টার অব দ্য উইক, আরমান আলিফ

১২ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএই গায়কের ‘অপরাধী’ নিয়ে কম মাতামাতি হয়নি! ড্রেসিংরুমে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কণ্ঠে যেমন শোনা গেছে, শোনা গেছে চার-পাঁচ বছর বয়সী শিশুদের কণ্ঠেও। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জনপ্রিয় হয়েছে গানটি। ৭ জুলাই ইউটিউবে বাংলা গানের নতুন রেকর্ডই হলো, ১০০ মিলিয়ন [১০ কোটি] বার দেখা হয়েছে গানটি। আর কোনো বাংলা গান এতবার দেখা হয়নি ইউটিউবে।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা