kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

স্টার অব দ্য উইক । ওয়াহিদ ইবনে রেজা

৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্টার অব দ্য উইক ।  ওয়াহিদ ইবনে রেজা


‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ২’, ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান—ডন অব জাস্টিস’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা—সিভিল ওয়ার’-এর মতো বেশ কিছু হলিউড ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমে কাজ করেছেন এই বাংলাদেশি। এবার নিজেই এনিমেটেড চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন—‘সারভাইভিং ৭১—অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’। টুডি এনিমেশনের মাধ্যমে ছবিতে তুলে ধরা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

মন্তব্য