kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ভক্ত যখন...

প্রেমে কত কী না ঘটে! কখনো ভক্তই হয়ে যায় জীবনসঙ্গী। এমন কয়েকটি ঘটনা জানাচ্ছেন আনিকা জীনাত

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভক্ত যখন...

নিকোলাস কেজ

 

নিকোলাস কেজের ভক্ত অ্যালিস কিমের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল একটি রেস্তোরাঁয়। সেখানে শুটিং করতে গিয়েছিল নিকোলাস। সেটা ২০০৪ সালের কথা। এর কয়েক মাস পরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন।

 

অ্যান হ্যাথওয়ে

এক বন্ধুর মাধ্যমে ২০০৮ সালে অ্যাডাম স্কালম্যানের সঙ্গে পরিচয় হয় অ্যান হ্যাথওয়ের। চুটিয়ে প্রেম করার চার বছর পর তাঁরা বিয়ে করেন।

 

ম্যাট ডেমন

লুসিয়ানা বারোসো একবার মিয়ামিতে তাঁকে একদল অটোগ্রাফ শিকারির হাত থেকে রক্ষা করেছিলেন। কৃতজ্ঞতা হিসেবে তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন ডেমন। অভিনেতার পাড় ভক্ত লুসিয়ানা তাতে বর্তে যান। এভাবেই প্রেম। তাঁরা বিয়ে করেন ২০০৫ সালে।

 

জুলিয়া রবার্টস

২০০০ সালে ‘দ্য মেক্সিকান’ ছবিতে একই সঙ্গে কাজ করেছিলেন জুলিয়া রবার্টস ও ড্যানিয়েল মোডের। জুলিয়া অভিনীত সেই ছবির ক্যামেরাম্যান ছিলেন ড্যানিয়েল। আগে থেকেই জুলিয়ার ভক্ত হওয়ায় কাজ করতে একটু অসুবিধাই হচ্ছিল। যা লক্ষ করেন অভিনেত্রী। এভাবেই আলাপ-পরিচয়। এরপর প্রেম। দুই বছরের মাথায় তাঁরা বিয়ে করেন।

 

রিজ উইদারস্পুন

রিজকে প্রতিনিধিত্ব করা ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সিতে কাজ করতেন টিম টথ। সেখান থেকেই তাঁদের পরিচয়, অতঃপর বিয়ে।

 

টোবি ম্যাগুয়ের

জেনিফার মেয়ার পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। ম্যাগুয়ের সঙ্গে তাঁর পরিচয় হয় ২০০৩ সালে ‘সি বিস্কিট’ ছবির সেটে। তিন বছর পর তাঁরা আংটি বদল করেন।

মন্তব্যসাতদিনের সেরা