kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

এ সপ্তাহের ছবি

   

১৯ মার্চ, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএ সপ্তাহের ছবি

হান্টার

মন্দরের (গুলশান দেবিয়া) চালচলন, পোশাক, সাজসজ্জা সব কিছুই খুব সাধারণ। বলাবাহুল্য এটা সে নিজের ইচ্ছাতেই করে। কারণ কখনোই কারো নজরে পড়তে চায় না সে। কিন্তু মেয়েদের পিছু নেওয়াই তার স্বভাব। কোনো মেয়েকে পছন্দ হলেই তার সঙ্গে বিছানায় যেতেই হবে মন্দরকে। প্রেম বা বিয়ে কোনোটিই তার পছন্দ নয়। কিন্তু হঠাৎ করেই প্রেমে পড়ে সে। অ্যাডাল্ট কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন হর্ষবর্ধন কুলকার্নি। আরো অভিনয় করেছেন রাধিকা আপটে।

ইনসারজেন্ট

'ডাইভারজেন্ট' সিরিজের দ্বিতীয় ছবি। এ পর্বে দেখা যাবে এরুডাইট ফ্যাকশন ও এর প্রধান জেনিন ম্যাথিউসের (কেট উইন্সলেট) হাত থেকে রক্ষা পেতে পালিয়ে বেরাচ্ছে ট্রিস (শেইলিন উডলি) ও ফোর (থিও জেমস)। শুধু নিজেদের রক্ষা করলেই চলবে না, সেই সঙ্গে রক্ষা করতে হবে তাদের প্রিয়জনদেরও। ট্রিসকে বুঝতে হবে কেন এরুডাইট ফ্যাকশন তাকে হত্যা করতে চায়। হয়তো এ প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে ওদের সবার ভবিষ্যৎ। ছবিটি পরিচালনা করেছেন রবার্ট শোয়েন্টকে।

 

 

মন্তব্যসাতদিনের সেরা