kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

পাঠকের চোখে

শক্ত হাতে কাউকে হাল ধরতে হবে

   

১৯ মার্চ, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশক্ত হাতে কাউকে  হাল ধরতে হবে

গত বছরের সফল ছবি 'আমি শুধু চেয়েছি তোমায়'

নতুন নায়ক নেই, নতুন চিন্তার ছবি নেই-এইভাবে মূলধারার সিনেমা বেড়ে উঠবে কী করে? নতুন গল্প নিয়ে কেউ ছবি বানাতে গেলে পরিবেশকরা বলেন, এসব চলে না। 'তো কী চলে?' উত্তরে শুনি, 'তামিল ছবি থেকে কপি করেন।' নতুন নায়ক নিয়ে ছবি করতে গেলেও আবার তারা তেড়ে আসেন, 'হায় হায়, করছ কী! অমুক ছাড়া তো চলেই না!' বাণিজ্য বাণিজ্য করে এরা মাথা খেয়ে ফেলে। বাণিজ্যের নামে প্রতিবছর ৫০-৬০টি চলচ্চিত্র মুক্তি পায়। বছর শেষে ৩টা ব্যবসাসফল ছবির নামও পাই না! এই ৫০-৬০টি ছবি তো ফর্মুলা মেনেই তৈরি। তাহলে গলদটা কোথায়? এর কোনো উত্তর পাওয়া যায় না। এমনকি যে নায়কের কথা বলা হয়, সে নায়কেরই তো হিট ছবি বছরে এক-দুইটা! আমরা নতুনরা যেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংযুক্ত না হতে পারি সে জন্য এরা এভাবেই আমাদের দূরে ঠেলে দেয়। পুরনো নামি নির্মাতাদেরও এরা এভাবে দূরে ঠেলে দিয়েছে। এভাবে চলতে পারে না। একজন নেতা দরকার আমাদের, যিনি চলচ্চিত্রের প্রত্যেকটি বিভাগকে নতুন করে সাজাবেন। শক্ত হাতে কাউকে হাল ধরতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা ঢাকা

পাঠক

আপনিও হতে পারেন রঙের মেলার একজন। আপনার লেখাও ছাপা হবে এই পাতায়। বিনোদন জগতের সাম্প্রতিক যে ঘটনাটি আপনার মনে দাগ কেটেছে, সে বিষয়ে আপনার মূল্যবান মতামত দিন। লিখতে পারেন প্রিয় তারকাকে নিয়েও। কোনো চলচ্চিত্র, সংগীত, টিভি নাটক বা মঞ্চনাটকের গঠনমূলক সমালোচনাও করতে পারেন। সু-লিখিত হলে অবশ্যই তা ছাপা হবে। লেখার সঙ্গে সংশ্লিষ্ট ছবি পাঠাতে ভুলবেন না।

লেখা পাঠানোর নিয়ম

* পৃষ্ঠার এক পাশে লিখুন

* লিখতে হবে ৩০০ শব্দের মধ্যে

* লেখার নিচে লেখকের

ই-মেইলসহ [থাকলে] ঠিকানা লিখুন

* খামের ওপর 'পাঠকের চোখে' লিখুন

* ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]  

* লেখা পাঠানোর ঠিকানা :

রঙের মেলা, কালের কণ্ঠ

বসুন্ধরা আবাসিক এলাকা

ব্লক-ডি, বারিধারা

ঢাকা-১২২৯

 

 সাতদিনের সেরা