kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

নতুন অ্যালবাম

   

১৯ মার্চ, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অ্যালবাম

ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে রবীন্দ্রসংগীত শিল্পী শাহ্নাজ বীথির একক অ্যালবাম 'কণ্ঠে নিলেম'। এতে ১২টি গান রয়েছে। গানগুলোর শিরোনাম 'আপনারে দিয়ে', 'যদি জানতেম', 'জাগরণে যায় বিভাবরী', 'মাঝে মাঝে তব দেখা পাই', 'তোমার খোলা হাওয়া', 'ভেঙে মোর ঘরের চাবি', 'আমি যখন ছিলেম অন্ধ', 'কণ্ঠে নিলেম গান', 'ও যে মানে না মানা', 'এসেছিলে তব', 'আমিই শুধু রইনু বাকি' এবং 'আমায় থাকতে দেনা'। গানগুলোর সংগীতায়োজন করেছেন রেজোয়ান আলী। অ্যালবামটি শিল্পী কাইয়ুম চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে। অ্যালবামটির মূল প্রচ্ছদ করা হয়েছে কাইয়ুম চৌধুরীর আঁকা স্কেচে।

 

 

মন্তব্য