kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

ভালোবাসা দিবসের নাটক

কাছে আসার গল্প ২

\'কাছে আসার গল্প\' চেয়ে পত্রিকা-টেলিভিশনে প্রচারণা চালিয়ে গল্প সংগ্রহ করে আসছে ইউনিলিভার বাংলাদেশ। গত ভালোবাসা দিবসের মতো এবারও অসংখ্য গল্প জমা পড়ে। সেখান থেকে সেরা তিনটি গল্প নিয়ে নাটক নির্মিত হয়েছে। কাল ভালোবাসা দিবসে প্রচারিত হবে নাটকগুলো

   

১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকাছে আসার গল্প ২

\'কথা বন্ধু মিথিলা\' নাটকের দৃশ্যে তাহসান ও অগ্নিলা

ভালোবাসা দিবস উপলক্ষে 'ক্লোজআপ কাছে আসার গল্প-২' এবার নির্মাণ করেছে তিনটি নাটক। মো. সাখাওয়াত হোসেনের রচনায় 'কথা বন্ধু মিথিলা' পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আনিসুল হকের রচনায় 'অতঃপর...' পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা এবং খন্দকার নওশাদুর রহমানের রচনায় 'হোয়াই সো সিরিয়াস' পরিচালনা করেছেন আশফাক নিপুণ। প্রতিটি নাটকের গল্পই গড়ে উঠেছে ভালোবাসাকে কেন্দ্র করে। সেই ভালোবাসায় আছে দ্বিধা, দ্বন্দ্ব, বাধা। 'কথা বন্ধু মিথিলা' নিয়ে পরিচালক উজ্জ্বল বলেন, 'একজন কথা বন্ধুর প্রতি একজন শ্রোতার ভালোবাসাকে ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে। এতে অভিনয় করেছেন তাহসান ও অগ্নিলা। আমি প্রথমবারের মতো অন্যের গল্পে পরিচালনা করলাম। তাই খানিকটা চ্যালেঞ্জও ছিল। ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করেছি। শেষ পর্যন্ত কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি, দর্শকদেরও নাটকটি দেখে ভালো লাগবে।' 'অতঃপর..' নিয়ে রানা বলেন, 'একজন সংগীতপাগল ছেলে এবং সাধারণ একজন মেয়েকে নিয়ে নাটকটির গল্প। এতে অভিনয় করেছেন জন ও অর্পণা। এই প্রথম আমি মিউজিক রিলেটেড কোনো কাজ করলাম। তার ওপর জনের মতো একজন মিউজিশিয়ানকে নিয়ে।' 'হোয়াই সো সিরিয়াস' নিয়ে আশফাক নিপুণ বলেন, 'অসম প্রেমের গল্প নিয়ে নাটকটির পটভূমি। আমাদের চারপাশে প্রায়ই এ ধরনের প্রেম চোখে পড়ে। কিন্তু সেটি পর্দায় তুলে আনতে অনেক ঝুঁকি থাকে। দর্শক কতটুকু গ্রহণ করতে পারবে তা নিয়েও সংশয় থেকে যায়। নাটকটিতে আমি এলিটা ও আবিরকে নিয়েছি। ওদের রসায়নটাও ভালো জমেছে।'

ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিট থেকে বাংলাভিশনে পরপর নাটক তিনটি প্রচারিত হবে।

 

 সাতদিনের সেরা