kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

জানেন কি?

   

১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজানেন কি?

হলিউড অভিনেতা ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবির শুটিং করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন। পরের বছরই তাঁরা বিয়ে করেন।

ব্রিটিশ মিডিয়া রয়টার্স সর্বপ্রথম এই প্রেমিক যুগলের নাম দেয় 'ব্রাঞ্জেলিনা'। 'দ্য ব্রাঞ্জেলিনা ফিভার' শিরোনাম করে তাঁদের ছবি ছাপে সংবাদ সংস্থাটি। পুরো বিশ্ব এখন তাঁদের এ নামেই চেনে।

পিটের আগে জোলি বিয়ে করেছিলেন অভিনেতা জনি লি মিলারকে। পরের বছরই বিয়ে করেন বিলি বব থর্নটনকে। ব্রাড পিটও জোলিকে বিয়ের আগে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন।

 

 সাতদিনের সেরা