ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

আমি হারিয়ে যাইনি

  • দিন দুয়েক ধরে সামাজিক মাধ্যমে নাজিফা তুষিকে খুঁজছে দর্শক। অনেক দিন ধরে তাঁর অভিনীত নতুন কনটেন্ট নেই—না ছোট পর্দায়, না বড় পর্দায়। দর্শকের কৌতূহলী প্রশ্ন, কোথায় হারালেন ‘হাওয়া’ অভিনেত্রী? তুষির খোঁজ নিয়েছেন কামরুল ইসলাম
শেয়ার
আমি হারিয়ে যাইনি
নাজিফা তুষি ছবি : সংগৃহীত

কোথায় আছেন?

এখন নেপালে আছি। ১০ দিনের ভ্রমণে এলাম। ঈদের ছুটি কাটানো আরকি।

 

আপনাকে তো মানুষ খুঁজছে...

কেন? কী হয়েছে?

 

অনেক দিন ধরে আপনাকে পর্দায় দেখা যাচ্ছে না।

দর্শক ভাবছে আপনি হারিয়ে গেলেন কি না?

হাঃ হাঃ! আমি হারাইনি। কাজ তো করেই যাচ্ছি। হ্যাঁ, সেগুলো মুক্তি পেতে দেরি হচ্ছে। এ কারণে দর্শক আমার অনুপস্থিতি টের পাচ্ছে।

এটা স্বাভাবিক। আমি তাদের এই আগ্রহ অ্যাপ্রিসিয়েট করি। এটা দর্শকের ভালোবাসা। তারা আমার অভিনয় দেখতে চায়, এটা তো ভালো দিক।
তবে আমি হারিয়ে যাইনি, আছি। কাজ করছি। দেখুন, কোনো কনটেন্টের মুক্তির বিষয় তো আমার হাতে থাকে না। এটা নির্মাতা-প্রযোজকদের সিদ্ধান্ত। তাঁদের নিজস্ব পরিকল্পনা থাকে।
যেহেতু তাঁদেরই লগ্নি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রিলিজ দেবেন।

 

কাজের প্রসঙ্গে যাওয়ার আগে একটু ভ্রমণে আসি। নেপাল কেমন লাগছে? ভ্রমণ পিপাসুদের জন্য তো দারুণ এক গন্তব্য এই দেশ...

হ্যাঁ। প্রথমবার নেপালে এলাম। সঙ্গে বন্ধুরা আছে। এত বিউটিফুল একটা কান্ট্রি। পাহাড় যে এত সুন্দর হতে পারে, এখানে এসে বুঝলাম। দেশেও আমি খুব একটা পাহাড়ে যাইনি। ফলে পাহাড়ের সৌন্দর্য গভীরভাবে জানা হয়নি। এখানে এসে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে।

 

কিছুদিন আগে রঙ্গমালা ছবিতে যুক্ত হয়েছেন। ছবিটির কাজ কতদূর?

এটার প্রথম লটের শুটিং হয়েছে। তবে আমার শুটিং এখনো শুরু হয়নি। মাস খানেক পর শুরু হবে আশা করছি।

 

অষ্টাদশ শতকের গল্প। চরিত্রটির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছেন?

চেষ্টা করি, প্রতিটি কাজেই যেন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে পারি। রঙ্গমালার দুটি দিক আমাকে আকৃষ্ট করেছে; একএর প্রাচীন প্রেক্ষাপট। রঙ্গমালা চরিত্রটি নোয়াখালীর একটা মিথিক্যাল চরিত্র। এখনো স্থানীয়দের মধ্যে চরিত্রটি নিয়ে কৌতূহল আছে। আর দ্বিতীয় দিক নোয়াখালীর আঞ্চলিক ভাষা। আমি নোয়াখালীর মেয়ে। বরাবরই ইচ্ছা ছিল, নিজের অঞ্চলের ভাষায় অভিনয় করব। এবার সেই সুযোগটা হলো। প্রাচীন প্রেক্ষাপট, সে সময়ের ভাষা, সংস্কৃতি, আচার কেমন ছিল, সেসব জানার চেষ্টা করছি। নিজের অঞ্চল বলে কিছুটা সহজও হচ্ছে বলা যায়। অবশ্য ওই সময়ে নোয়াখালীর ভাষাও এখনকার মতো ছিল না, কিছুটা ভিন্ন ছিল। সেটা আয়ত্ত করে নিচ্ছি।

 

মেজবাউর রহমান সুমনের রৈদ-এ অভিনয় করেছেন। এ ছবির খবর কী?

এটা নিয়ে তো আর লুকোছাপার কিছু নেই। কমবেশি অনেকেই ছবিটির খবর জানেন। তবে ছবির বিষয়বস্তু কিংবা আমার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না। সুমন ভাই ধীরস্থির মানুষ। অনেক সময় নিয়ে, গবেষণা করে ছবি নির্মাণ করেন। শুটিং তো হয়েছে। এখন মুক্তির বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।

 

একটি ওয়েব সিরিজেও তো অভিনয় করেছেন...

হ্যাঁ, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের নির্মাণে। সেটার কাজ রৈদ-এর আগেই সম্পন্ন। এখনো মুক্তি পাচ্ছে না কেন, তা তো বলতে পারব না। নিশ্চয়ই তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা আছে।

 

আপনাকে নিয়ে দর্শকের মনে আগ্রহ রয়েছে। তবু নিজেকে কি একটু আড়ালে রাখতে, প্রচারের বাইরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

খুব বেশি প্রচার-প্রচারণায় থাকতে আরাম লাগে না। তাঁর মানে এই নয়, প্রচারণা একেবারেই পছন্দ করি না। যখন আমার কাজ আসবে, তখন প্রচার হোক। কিংবা ধরুন ভালো কিছু করলাম, সে ক্ষেত্রে নিজ থেকেই চাইব প্রচারণা হোক। কিন্তু জোর করে সব সময় প্রচারণায় থাকা, সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা আমার কাছে প্রেশার মনে হয়। এমনিতেই অভিনয়শিল্পীদের জীবন অস্থিরতায় কাটে। একেকটি কাজের জন্য কত প্রস্তুতি, কত পরিশ্রম; সে সবের মধ্যে এক্সট্রা চাপ নেওয়া যায় না। মানসিক শান্তির জন্য একটু চুপচাপ থাকাই শ্রেয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এখন থেকে কাজ কম করবেন। বছরে একটি, নয়তো সর্বোচ্চ দুটি ছবিতে দেখা যাবে তাঁকে।

গতকাল অভিনেতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন ঘটা করে পালন করেছে চ্যানেল আই। এই কিংবদন্তির জন্মদিনের কেক কাটতে চ্যানেল আইয়ে হাজির হয়েছেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ শোবিজের অনেকেই।

নিজের গানের ভিডিও চিত্র নিজেই নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রত্যয় খান।

মুক্তির দিনে ২০ কোটি রুপি আয় করেছে নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত সাইয়ারা। মুহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তির আগেই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

মাটির নিচে ৪০ দিন

শেয়ার
মাটির নিচে ৪০ দিন

একটি কঠিন পরীক্ষায় অংশ নেন ১৪ জন স্বেচ্ছাসেবক। ৪০ দিনের জন্য মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় তাঁদের। সময় জানার কোনো যন্ত্রও দেওয়া হয় না তাঁদের। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে খাপ খাইয়ে নেয়, সময়জ্ঞান হারালে শরীর ও মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে তথ্যচিত্র ডিপ টাইম : ফরটি ডেইজ অব ডার্কনেস

দেখা যাবে ডয়েচে ভেলেতে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

কুবেরা

শেয়ার
কুবেরা
‘কুবেরা’ ছবির দৃশ্য

বঙ্গোপসাগরে লুকিয়ে থাকা দুর্লভ এক তেলখনির খোঁজ পায় মুম্বাইয়ের প্রভাবশালী ও উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী নীরজ মিত্র। এটিকে ঘিরে অর্থ, প্রভাব ও রাজনৈতিক নিয়ন্ত্রণে ব্যবহারের গোপন এক পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহায়তা চান সাবেক সিবিআই কর্মকর্তা দীপকের। গত মাসে মুক্তি পাওয়া তামিল ছবি কুবেরার কাহিনি এটি।

শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ধনুষ, রাশমিকা মানদানা, নাগার্জুন অভিনীত ছবিটি।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

মায়ের অধিকার

শেয়ার
মায়ের অধিকার
‘মায়ের অধিকার’ ছবিতে ববিতা ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, ববিতা, আলমগীর, শাবনাজ। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : জাহান মঞ্জিলে নতুন বউ এসেছে।

গরিব ঘরের মেয়ে বলে পুত্রবধূকে মেনে নেয় না বেগম মমতাজ জাহান। পুত্র শাহেদকে কৌশলে বিদেশে পাঠিয়ে দেয়। এই সুযোগে সন্তানসম্ভাবনা পুত্রবধূ আশাকে বাড়ি থেকে বের করে দেয়। শাহেদ দেশে ফিরে জানতে পারে আশা মৃত।
এক বস্তিতে সন্তান রবিনকে নিয়ে থাকে আশা। বড় হয়ে জাহান মঞ্জিলে মায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামে রবিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ