ঈদে মুক্তির পর মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ দেশজুড়ে দাপটের সঙ্গে ব্যবসা করছে। এরই মধ্যে রবিবার সকালে সিনেমাটির ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি আপত্তি জানান। তাঁর দাবি, ‘বরবাদ’ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনিই। শুধু তা-ই নয়, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তাঁরই প্রধান ভূমিকা।
‘বরবাদ’ পরিচালক-চিত্রগ্রাহকের ভুল বোঝাবুঝির অবসান
রংবেরং প্রতিবেদক

সম্পর্কিত খবর

অন্তর্জাল
নাচ-টাচ

ইউটিউবে এসেছে মুস্তাফি শিমুলের রোমান্টিক স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’। মুক্তির পর থেকে দারুণ সাড়াও পাচ্ছে। পাঁচ দিনে ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। গায়েহলুদের অনুষ্ঠানে পরিচয় রোহান ও নাওমির।

চলচ্চিত্র
জীবন সংসার

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : সবুজ আর শেলি একে অপরকে ভালোবাসে।

টিভি হাইলাইটস
পিপল অ্যান্ড পাওয়ার

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে ‘পিপল অ্যান্ড পাওয়ার’ আয়োজনে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য কোস্ট অব কনট্রোল’। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। অন্তরালে তার সন্ত্রাসীবাহিনী চালায় নানা অপকর্ম। কড়া নিরাপত্তা পেরিয়ে দেশটির একাধিক কারাগারে অনুসন্ধান চালিয়েছে আল জাজিরা টিম।

টিভি হাইলাইটস
নামে চালাক কামে বোকা

আজ থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। রচনায় সুজিত বিশ্বাস, পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে তন্ময় সোহেল, মানসি প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী প্রমুখ।
।