ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

‘বরবাদ’ পরিচালক-চিত্রগ্রাহকের ভুল বোঝাবুঝির অবসান

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বরবাদ’ পরিচালক-চিত্রগ্রাহকের ভুল বোঝাবুঝির অবসান
চিত্রগ্রাহক শৈলেশ আওয়াস্থির সাইকেলে আরোহী পরিচালক মেহেদী হাসান হৃদয়

ঈদে মুক্তির পর মেহেদী হাসান হৃদয়ের বরবাদ দেশজুড়ে দাপটের সঙ্গে ব্যবসা করছে। এরই মধ্যে রবিবার সকালে সিনেমাটির ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি আপত্তি জানান। তাঁর দাবি, বরবাদ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনিই। শুধু তা-ই নয়, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তাঁরই প্রধান ভূমিকা।

অথচ চূড়ান্ত ক্রেডিট থেকে তাঁকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের রাজু রাজকে। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমি আমার শতভাগ এফোর্ট এবং সৃজনশীল সিদ্ধান্তের মাধ্যমে বরবাদ সিনেমাটা তৈরি করেছিলাম। পুরো ছবিতেই আমার সৃজনশীল ভূমিকা ছিল। কিন্তু যখন আমার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা হয় এবং আমার আবেগ, প্রতিশ্রুতি দিয়ে যা তৈরি করেছি তার কৃতিত্ব অন্য কেউ নেয়, তখন এটা খুবই হতাশাজনক।
অবশ্য কিছুক্ষণ পর সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়। এরপর আরো একটি স্ট্যাটাস দেন শৈলেশ আওয়াস্থি। জানান, সিনেমাটির পরিচালকের সঙ্গে কথা হয়েছে এবং পুরোটাই ছিল দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি। বিষয়টি নিয়ে হৃদয় বলেন, আমার সিনেমার প্রধান সিনেমাটোগ্রাফারই শৈলেশ আওয়াস্থি।
যেহেতু আমরা সিনেমাটির বেশির ভাগ শুটিংই মুম্বাইতে করেছি সে অংশটুকুর ডিওপি তিনিই ছিলেন। এর বাইরে বাংলাদেশে জাস্ট অল্প একটু দৃশ্য ছিল যেটার ডিওপি ছিলেন রাজু রাজ। তবে বরবাদ-এর প্রধান ডিওপি শৈলেশ আওয়াস্থিই। যেহেতু সিনেমাটি মুক্তির আগে নানা ঝামেলা ছিল সে সময় তাড়াহুড়া করে সব কিছু করায় এবং ডিসিপি রিসিভ করার সময় ভুলবশত সেখানে তাঁর নামটি মিস হয়ে যায়। সেটি আর তখন খেয়াল করা হয়নি।
এ ছাড়া একদম শুরু থেকেই ডিওপি হিসেবে সবখানে আমরা তাঁর নাম মেনশন করে এসেছি। যেটা হয়েছে সেটা একদমই ভুলবশত। শৈলেশ আওয়াস্থি বলেন, হৃদয়ের ওপর আমার কোনো অভিযোগ নেই। যা হয়েছিল সেটা যোগাযোগের অভাব। হৃদয় আমার ছোট ভাই, বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশনের কিছু নিয়ম-কানুন রয়েছে, যা সে আমাকে বলেছে এবং সেটা আমি বুঝেছি। যেহেতু ফিল্ম ফেডারেশনের নিয়ম, তাই স্থানীয় সিনেমাটোগ্রাফারকে কৃতিত্ব দিতে হবে। আমার এতে কোনো আপত্তি নেই।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

নাচ-টাচ

শেয়ার
নাচ-টাচ
স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’-এর দৃশ্য

ইউটিউবে এসেছে মুস্তাফি শিমুলের রোমান্টিক স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’। মুক্তির পর থেকে দারুণ সাড়াও পাচ্ছে। পাঁচ দিনে ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। গায়েহলুদের অনুষ্ঠানে পরিচয় রোহান ও নাওমির।

নাচের অনুশীলন করতে গিয়ে দুজনের সখ্য হয়, পরে তা গড়ায় প্রেমে। ক্লোজআপ কাছের গল্পের এ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

জীবন সংসার

শেয়ার
জীবন সংসার
‘জীবন সংসার’ ছবিতে সালমান ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : সবুজ আর শেলি একে অপরকে ভালোবাসে।

সবুজের পরিবারে আছে ভাই আর ভাবি। একদিন সবুজের বাসায় গিয়ে শেলি জানতে পারে সবুজের ভাবি শেফাই তার বড় বোন। সবুজের বড় ভাই সাগরের সঙ্গে প্রেম করে বিয়ে করায় শেফাকে মেনে নেয়নি তার বাবা। একই পরিবারের ছেলে সবুজের সঙ্গে সম্পর্কটাও মেনে নেয় না শেলির বাবা।
শেলিকে নিয়ে পালিয়ে যায় সবুজ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

পিপল অ্যান্ড পাওয়ার

শেয়ার
পিপল অ্যান্ড পাওয়ার

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে ‘পিপল অ্যান্ড পাওয়ার’ আয়োজনে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য কোস্ট অব কনট্রোল’। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। অন্তরালে তার সন্ত্রাসীবাহিনী চালায় নানা অপকর্ম। কড়া নিরাপত্তা পেরিয়ে দেশটির একাধিক কারাগারে অনুসন্ধান চালিয়েছে আল জাজিরা টিম।

 

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

নামে চালাক কামে বোকা

শেয়ার
নামে চালাক কামে বোকা
‘নামে চালাক কামে বোকা’ ধারাবাহিকের দৃশ্য

আজ থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। রচনায় সুজিত বিশ্বাস, পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে তন্ময় সোহেল, মানসি প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ