<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রুপালি পর্দার মানুষ তিনি। সিনেমায় তুমুল জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেছেন দীর্ঘদিন। সেই সাদিকা পারভীন পপি গত তিন বছর ছিলেন একেবারে আড়ালে। এই তিন বছরে তাঁকে নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। সেসবের অনেক সত্যতাই মিলেছে সম্প্রতি। বিয়ে করে সংসারী হয়েছেন অভিনেত্রী, আছে সন্তানও। তবে তিন বছরের আড়াল ভেঙে গতকাল সামনে এলেন পপি। না, সিনেমার সূত্রে নয়, বরং পারিবারিক জটিলতার জেরে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্প্রতি পৈতৃক জমি জবরদখলের অভিযোগ করে পপির নামে জিডি করেন তাঁরই বোন। এর সূত্র ধরেই গতকাল প্রায় ৪০ মিনিট দীর্ঘ একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। মলিন চেহারায় পরিবারের বিরুদ্ধে তিনিও তুলেছেন নানা অভিযোগ। পপি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে যে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন-পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মনমতো চলতে পারিনি। সে জন্যই বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। মানুষ তো সব সময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দুই হাতে দিতে পেরেছি, তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না। তাই তাদের কাছে গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পপির মতে, তাঁর বোন ও মা যেসব অভিযোগ করেছেন, সেগুলো ভিত্তিহীন। আক্ষেপ করে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কাদের নামে অভিযোগ করব? অভিযোগ করে বাইরের মানুষের নামে। যেহেতু আমার ভাই-বোন, মা-বাবাকে অনেক ভালোবাসি, তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই। তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি। নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি। আমি যে আয় করেছি, তারা সব নিয়ে নিয়েছে। আমার সঙ্গে বেঈমানি করেছে। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি আমার নামে ছিল না। আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য ছিল। আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। একসময় জানতে পারলাম, আমার পরিবার আমাকে ঠকিয়েছে। জানার পরও চুপ ছিলাম। তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার টাকা চুরি করেছে। আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে। আমার আপন মা-ভাই-বোন এসবে জড়িত ছিল।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০২২ সালে দেখা দিয়েছিলেন পপি। তখন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ইস্যুতে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি।</span></span></span></span></span></p>