<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বলিউডের বেতাজ বাদশাহ বলে কথা। তাঁকে আবার বিরক্ত করবে কে! নিজের সন্তান হলে অবশ্য আলাদা কথা। হ্যাঁ, বড় ছেলে আরিয়ান খানই তাঁকে বিরক্ত করল শুটিং সেটে। একবার নয়, বারবার একটি শট দিতে বলেছেন আরিয়ান। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে খেপে যান শাহরুখ। পুরোটাই অবশ্য চিত্রনাট্যের কারসাজি। আরিয়ানের প্রথম সিরিজ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্য ব্যা...ডস অব বলিউড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর প্রমো প্রকাশিত হয়েছে। সেখানেই বাপ-বেটার হাস্যরসপূর্ণ এমন ঘটনা দেখছে দর্শক। আরো মজার ব্যাপার, এই ঝলকে প্রথমবারের মতো আরিয়ানকে অনস্ক্রিনে হাসতে দেখা গেল। ফলে এটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। নেটফ্লিক্স জানিয়েছে, এই সিরিজে বলিউডের অন্দরমহলের গল্প উঠে আসবে। বাইরে থেকে রঙিন স্বপ্নের এই জগৎ ভেতরের দিক দিয়ে আসলে কেমন, তা-ই তুলে আনছেন আরিয়ান। তবে প্রমোর মতো সিরিজে শাহরুখ অভিনয় করেছেন কি না, তা নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা। এ বছরই মুক্তি পাবে সিরিজটি।</span></span></span></span></p>