<p>২০১৮ সালে ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পারাজ। একসময়ের ব্যস্ত এই অভিনেতাকে পরে আর কোনো ছবিতে দেখা যায়নি। সাত বছর পর চেনা ছন্দে ফিরতে যাচ্ছেন তিনি। ওয়েব সিরিজ ‘রক্তঋণ’-এ দেখা যাবে তাঁকে। গতকাল সিরিজটির একঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন ক্যামেরার সামনে ফেরার কথা। বাপ্পার পোস্ট করা ‘ক্যারেক্টার টিজার’-এ শুরুতেই দেখা যায়, একটি দরজা খুলে যায়। ভেতর থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি ভেঙে’ গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। পাশে রাখা একটি পিস্তল। জানা যায়, তিনি সায়েম জব্বার। পেছন থেকে দেখা যায়, এই সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। শোনা যায় জব্বারের কণ্ঠ—‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’ ওয়েব সিরিজটির কাজ এখনো চলছে বলে জানিয়েছেন বাপ্পারাজ। তিনি বলেন, ‘এখনো কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরো কিছু কাজ গুছিয়ে নিই, তখন বিস্তারিত জানাব।’<br /> ‘রক্তঋণ’ পরিচালনা করছেন মোস্তফা খান সিহান। তিনি বলেন, ‘বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ, গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে। কখনো কখনো ট্রলও হয়েছে। বলা হয়েছে, ব্যর্থ প্রেমের নায়ক। বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তাঁর সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদমই থ্রিলার রহস্য গল্পে নিয়ে আসছি। দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে।’</p> <p> </p>