<p>সময়টা প্রযুক্তির, সময়টা সোশ্যাল মিডিয়ার। মুহূর্তেই এখন বদলে যেতে পারে কারো ভাগ্য ও জীবন, যেটার তরতাজা নজির মোনালিসা ভোসলে। নামে হয়তো কেউ তাকে চিনবে না। তবে তার ছবি দেখে অনেকেরই চেনার কথা। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে শুরু হওয়া মহাকুম্ভ মেলায় এই ষোড়শীর ছবি-ভিডিও হয়েছে ভাইরাল। তার চোখ ও রূপের প্রশংসায় পঞ্চমুখ অন্তর্জালবাসী।</p> <p style="text-align:center"><img alt="সনোজ মিশ্রর সঙ্গে মোনালিসা" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/19-01-2024/Rif/01-02-2024-p8-3.jpg" width="1000" /></p> <p style="text-align:center">সনোজ মিশ্রর সঙ্গে মোনালিসা</p> <p>১৬ বছর বয়সী মোনালিসার রূপের প্রশংসা করেছেন খোদ বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মোনালিসা তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে। মানুষ তার ছবি ও সাক্ষাৎকারের জন্য তাকে হয়রানি করতে শুরু করেছে, এটা উচিত হচ্ছে না। আমরা কি ইন্ডাস্ট্রিতে কালো ভারতীয় ত্বকের নারী দেখতে পাচ্ছি? কেন আজকের তরুণ অভিনেত্রীরা সাদা ত্বকের মতো ফ্যাকাসে দেখায়? আর কেন তাদের মধ্যে মোনালিসার মতো প্রকৃত সৌন্দর্য দেখা যাচ্ছে না?’</p> <p>এর মধ্যেই গুঞ্জন রটে, বহুল আলোচিত ‘পুষ্পা’ ছবির তৃতীয় কিস্তিতে নাকি মোনালিসাকে দেখা যাবে। তবে সেটি স্রেফ গুঞ্জন। আপাতত সত্য হলো, বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই তরুণীর। এরই মধ্যে তার সঙ্গে দেখা করে ছবির ঘোষণা দিয়েছেন পরিচালক সনোজ মিশ্র। ছবির নাম ‘দ্য ডায়েরি অব মণিপুর’। মোনালিসার সঙ্গে তোলা ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে পরিচালক লেখেন, ‘ধনী পরিবারের দুষ্ট, মাতাল মেয়েদের পরিবর্তে আমি আমার সিনেমার জন্য একজন গরিব ও সংস্কৃতিমনা মেয়েকে বেছে নিয়েছি। যদিও এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ।’</p> <p>ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই উত্তর প্রদেশের নর্মদা নদীর কিলা ঘাটে ফুল বিক্রি করেন মোনালিসা। এবারের মহাকুম্ভ মেলায় তিনি রুদ্রাক্ষের মালা বিক্রি করছিলেন। এমন সময়ে এক কনটেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় ধরা পড়েন তিনি। অতঃপর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার কাজল চোখের চাহনি আর হাসিমাখা ছবি। তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় বাড়ে মেলায়। অগত্যা মধ্য প্রদেশের মহেশ্বরে নিজের বাড়িতে ফিরে যান মোনালিসা। সেখানে গিয়েই তাকে ছবির প্রস্তাব দিয়েছেন সনোজ।</p> <p> </p>