চিটার অ্যান্ড জেন্টলম্যান
আরটিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। শুক্র থেকে সোমবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান, প্রাণ রায়, ডা. এজাজ, ফারুক আহমেদ প্রমুখ।