<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে গাইবেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ম্যাজিক্যাল নাইট ২.০</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> কনসার্টে গাইবেন তিনি। এরই মধ্যে কনসার্টের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সাজানো হয়েছে ভেন্যু। গতকাল বিকেলেই ঢাকায় পৌঁছেছেন গায়ক। তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে হোটেলে নিয়ে আসেন আয়োজকরা। </span></span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ কনসার্টে আতিফ ছাড়াও গাইবেন পাকিস্তানের আরেক শিল্পী আবদুল হান্নান। এ ছাড়া বাংলাদেশের তাহসান রহমান খানও থাকছেন পরিবেশনায়। এ ছাড়া সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন কনসার্টে। বাংলাদেশে আতিফের ভক্তকূল বেশ। ফলে কনসার্টটির ঘোষণা আসার পর থেকেই উচ্ছ্বসিত তারা। টিকিট নিয়েও হয়েছে কাড়াকাড়ি। এমনকি একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ, যিনি টিকিট ক্রেতাদের তথ্য ফাঁস করে দিচ্ছিলেন।</span></span></span></span></p> <p> </p>