■ কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এখন থেকে কাজ কম করবেন। বছরে একটি, নয়তো সর্বোচ্চ দুটি ছবিতে দেখা যাবে তাঁকে।
■ গতকাল অভিনেতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন ঘটা করে পালন করেছে চ্যানেল আই। এই কিংবদন্তির জন্মদিনের কেক কাটতে চ্যানেল আইয়ে হাজির হয়েছেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ শোবিজের অনেকেই।
■ নিজের গানের ভিডিও চিত্র নিজেই নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রত্যয় খান।
■ মুক্তির দিনে ২০ কোটি রুপি আয় করেছে নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’। মুহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তির আগেই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল।