উৎসবের প্রথম দিনেই কানে হাজির হয়েছেন বাংলাদেশের আশনা হাবিব ভাবনা। কোনো ছবি নিয়ে নয়, ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী সেখানে হাজির হয়েছেন নিজ উদ্যোগে। যাওয়ার পরই ভাবনা আক্ষেপ করে বলেছিলেন, ‘কোনো ছবি নিয়ে এখানে আসতে পারলে অনেক ভালো লাগত, তবে অভিনেত্রী হিসেবে এখানে যে আসতে পেরেছি এটা অনেক আনন্দের।’
ছবি নিয়ে যেতে না পারলেও কানে গিয়ে ঝুলিতে ভরেছেন নতুন ছবি।
বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নির্মাতা জাফর ফিরোজের ‘জেনুবিয়া’ ছবিতে ভাবনা চুক্তিবদ্ধ হয়েছেন কানসৈকতে। পরিচালক ও এই ছবির নির্বাহী প্রযোজক ব্রিটিশ চায়নিজ কিয়াও লি এখন রয়েছেন কানে। এর আগে চায়নিজ ছবি ‘রিবর্ন’-এর সহকারী পরিচালক ছিলেন জাফর। ‘জেনুবিয়া’ হবে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রধান চরিত্রে অভিনয় করবেন ভাবনা। বাংলা, ইংরেজি ও মান্দারিন ভাষায় নির্মিত হবে ছবিটি, মুক্তিও পাবে তিন দেশে।
বাংলা সাহিত্যের ছাত্র জাফর। প্রায় এক যুগ আগে মালয়েশিয়ায় গিয়ে সেখানে স্থায়ী হন।
জাফর জানান, চলচ্চিত্রের কাজেই কানে গেছেন তিনি। ‘শুনলাম, বাংলাদেশ থেকে এখানে ভাবনা এসেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করি। তাঁকে গল্প শোনালাম। তিনি রাজি হলেন’, বলেন জাফর। কানে এসে ছবি হাতে পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত ভাবনা। বলেন, ‘কানে আসার পর যা কিছু ঘটছে, সবই মিরাকল। আমার মধ্যে অন্য রকম একটা অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
এ বছরই মালয়েশিয়ায় ছবিটির শুটিং শুরু হবে। তার আগে অন্যান্য অভিনয়শিল্পীও চূড়ান্ত করবেন পরিচালক।