<p>কমেডি ড্রামা ‘ব্লু জেসমিন’ [২০১৩] করে অস্কার জিতেছিলেন কেট ব্লানচেট। কানেও তিনি এলেন কমেডি ছবি নিয়ে। ডার্ক কমেডি ‘রিউমারস’-এর প্রিমিয়ার হলো শনিবার। ছবি দেখে দর্শক যেমন হেসেছে, গতকাল ফটোকল ও পরে প্রেস কনফারেন্সে এসে ৫৫ বছর বয়সী অভিনেত্রীও তেমন হেসেছেন। ছবিটিতে কেটের সঙ্গে আরো আছেন গ্যালেন জনসন ও এলিসিয়া ভিকান্দার।</p> <p> </p>