ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪
২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪
২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মা হতে চান দীপিকা

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
মা হতে চান দীপিকা
দীপিকা পাড়ুকোন

সঞ্জয়লীলা বানসালির ‘গোলিয়োঁ কি রসলীলা : রাম-লীলা’ ছবি করতে গিয়ে  একে অন্যের প্রেমে পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়েটাও সেরে নেন ৷ অবশ্য তারও তিন বছর আগে ২০১৫ সালে গোপনে আংটিবদল সেরে নেন তাঁরা। গত নভেম্বরে নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন ৷ তাঁদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছে ৷ ডিপ্রেশনের সঙ্গে লড়াই করা ছাড়া আর কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি দীপিকাকে ৷ স্ত্রীর এই রোগের কথা আগে থেকেই জানতেন রণবীর। বহু সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, রণবীর না থাকলে তাঁর ডিপ্রেশন আরো বেড়ে যেত ৷
এবার এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন, পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত তাঁরা।

মা হতে চান দীপিকা।
দীপিকার ভাষ্য, ‘রণবীর ও আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষায় আছি কবে আমরা পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

রুবেল আসছেন নতুন বছরের দ্বিতীয় দিন

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
রুবেল আসছেন নতুন বছরের দ্বিতীয় দিন

ঢাকাই ছবির এক সময়ের দাপুটে নায়ক রুবেলকে নতুন করে পর্দায় আনছেন রায়হান রাফী। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে। রাফীর নতুন সিরিজ ব্ল্যাক মানিতে অভিনয় করেছেন রুবেল। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজের ট্রেলার।

সাড়াও পেয়েছে বেশ। নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি সিরিজটি মুক্তি পাবে।

অপরাধ জগৎ ও অবৈধ টাকার গল্পে নির্মিত হয়েছে ব্ল্যাক মানি। এতে রুবেলের সঙ্গে আছেন পূজা চেরী, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, সাইদুর রহমান পাভেল প্রমুখ।

 

 

মন্তব্য
অন্তর্জাল

ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড

শেয়ার
ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড
‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড’ সিরিজের দৃশ্য

বিখ্যাত সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কালজয়ী উপন্যাস ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড অবলম্বনে সিরিজ বানিয়েছেন অ্যালেক্স গার্সিয়া লোপেজ ও লরা মোরা। ১১ ডিসেম্বর সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এক পরিবারের সাত প্রজন্মের গল্পে আবর্তিত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন ক্লাউদিও কাতানো, দিয়েগো ভাস্কুয়েজ, মার্লেয়াদা সতো, ভিনা মাকাদো, লরেন সোফিয়া প্রমুখ।

 

 

 

মন্তব্য
চলচ্চিত্র

বিচার হবে

শেয়ার
বিচার হবে
ছবির দৃশ্যে সালমান শাহ ও রাইসুল ইসলাম আসাদ

অভিনয়ে সালমান শাহ, শাবনূর। পরিচালনা শাহ আলম কিরণ। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : বিয়েপাগল চেয়ারম্যান দবির মিয়ার ঘরে চার নম্বর বিবি আনার কথা বলে তাকে ফাঁদে ফেলে শায়েস্তা করে একই গ্রামের যুবক সুজন মিয়া।

সেই প্রতিশোধ নিতে সুজনের সঙ্গে তার ভাবিকে জড়িয়ে গুজব রটায়। পাশের গ্রামের আলেয়ার সঙ্গে সুজনের বিয়ে ঠিক করে ভাবি। সেই বিয়ের আসরও ভেঙে দেয় দবির। সুজন আর আলেয়া দুজনই গ্রাম ছেড়ে শহরে আসে।
সেখানে নতুনভাবে তাদের প্রেম হয়।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘জয়িতা’ টেলিছবির দৃশ্য

জয়িতা

মাছরাঙা টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে টেলিছবি জয়িতা। রচনা আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা বর্ণ নাথ। বছর চারেক আগের টেলিছবি এটি। আজ পুনরায় প্রচার করবে চ্যানেলটি।

অভিনয়ে আছেন গাজী রাকায়েত, ফারহানা মিলি, তানভীর, সাবেরী আলম প্রমুখ।

 

ইন্ডিয়ান আইডল

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে চলছে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল-এর ১৫তম সিজন। শনি ও রবিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি। আজকের পর্বের অতিথি কারিশমা কাপুর।

বিচারক  বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল ও বাদশাহ। সঞ্চালনায় আদিত্য নারায়ণ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ