সঞ্জয়লীলা বানসালির ‘গোলিয়োঁ কি রসলীলা : রাম-লীলা’ ছবি করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়েটাও সেরে নেন ৷ অবশ্য তারও তিন বছর আগে ২০১৫ সালে গোপনে আংটিবদল সেরে নেন তাঁরা। গত নভেম্বরে নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন ৷ তাঁদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছে ৷ ডিপ্রেশনের সঙ্গে লড়াই করা ছাড়া আর কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি দীপিকাকে ৷ স্ত্রীর এই রোগের কথা আগে থেকেই জানতেন রণবীর। বহু সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, রণবীর না থাকলে তাঁর ডিপ্রেশন আরো বেড়ে যেত ৷
এবার এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন, পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত তাঁরা।