<p>হিরো ৪২০ : অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া, রিয়া সেন। পরিচালনা সৈকত নাসির ও সুজিত মণ্ডল। সকাল ৮টা ৪৫ মিনিট, এনটিভি।</p> <p>গল্পসূত্র : মিরার ভালোবাসা পাওয়ার জন্য একের পর এক মিথ্যা গল্প সাজায় কৃষ্ণেন্দু। মজার বিষয় হলো, সে যেসব মিথ্যা গল্প বলে সেগুলো তার জীবনে সত্যি সত্যি ঘটতে থাকে। মিথ্যা গল্পের কারণে আরেক মেয়ে রাইয়ের প্রেমেও পড়তে হয় তাকে। ত্রিভুজ প্রেমের খেলায় মেতে ওঠে কৃষ্ণেন্দু। দ্বিধাগ্রস্ত এই সম্পর্কে শুধু ভালোবাসা নয়, জড়িয়ে পড়ে রাজনীতিও। কৃষ্ণেন্দু কি পারবে নিজেকে অক্ষত রেখে এই দ্বিধা থেকে বের হতে?</p>