অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বাংলা সংগীতের কিংবদন্তি মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মারকগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আদিল প্রকাশ। সম্পাদনা করেছেন লেখক ও গীতিকার গাজী তানভীর আহমদ। পরিবার, বন্ধু-স্বজন, একাত্তরের সহযোদ্ধা, সহকর্মী এবং গবেষক-বিশ্লেষকসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতিলেখায় মূর্ত বইটি।