kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

স্বস্তিতে অজয় ও বলিউড

রংবেরং ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেস্বস্তিতে অজয় ও বলিউড

‘দৃশ্যম ২’ ছবির একটি দৃশ্য

বলিউডকে আশা দেখাচ্ছে ‘দৃশ্যম ২’-এর বক্স অফিস রিপোর্ট। মুক্তির সাত দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটির অঙ্ক পার করবে বলে আশা নির্মাতা ও হল মালিকদের। একই সঙ্গে ছবিটি স্বস্তি দিল অজয় দেবগণকেও। এর আগে অজয়ের দুই ছবি ‘থ্যাংক গড’ ও ‘রানওয়ে থার্টিফোর’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

গত বছর ওটিটিতে মুক্তি পাওয়া ‘ভুজ—দ্য প্রাইড অব ইন্ডিয়া’ নিয়েও হয়েছিল নেতিবাচক সমালোচনা। ১৮ নভেম্বর ‘দৃশ্যম ২’ মুক্তির দিনেই ১৫ কোটি ৩৮ লাখ রুপি আয় করেছে। মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনের পাওয়া হিসাব বলছে ভারত ও বিদেশের বাজার মিলিয়ে অজয় অভিনীত ছবিটি প্রায় ৮৬ কোটি রুপি ব্যবসা করেছে। অজয় বলেন, “আমাদের এখন আরো তিন-চারটি ‘দৃশ্যম ২’-এর মতো ছবি দরকার। দর্শক ছবিতে বিনোদন খোঁজে। সেটা পেলে তারা হলে এসে ছবি দেখবেই। ”

একই নামের মালয়ালাম ‘দৃশ্যম’ থেকে প্রথম কিস্তির হিন্দি রিমেকটি হয়েছিল। নতুন কিস্তিটিও মালয়ালাম ‘দৃশ্যম ২’-এর রিমেক। ওটিটিতে মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ২’ দর্শক এরই মধ্যে দেখেছে। তবু অজয়ের হিন্দি ভার্সন দেখতে দর্শক এভাবে হলে আসবে, এতটা ভাবেননি নির্মাতারাও। অজয়, টাবু, শ্রিয়া সরণ ও অক্ষয় খান্না অভিনীত এই ছবির কাহিনিতে নাকি বেশ বদল আনা হয়েছে। ‘দৃশ্যম ২’ ছবির আয়ে বলিউড আপাতত স্বস্তিতে, তবে দক্ষিণ ভারতীয় রিমেক ছাড়া মৌলিক হিন্দি ছবির নিয়মিত সাফল্যও দরকার।সাতদিনের সেরা