kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

৩৩তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

সম্মাননা পাবেন দুই শব্দসৈনিক

রংবেরং প্রতিবেদক   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসম্মাননা পাবেন দুই শব্দসৈনিক

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে আগামী শুক্র ও শনিবার [২৫ ও ২৬ নভেম্বর] রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’-এর ৩৩তম আসর। শুক্রবার সকাল ১০টায় উৎসব উদ্বোধনের পাশাপাশি গুণীজন সম্মাননাও প্রদান করা হবে। সম্মাননা পাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই শব্দসৈনিক—বাচিকশিল্পী আশরাফুল আলম ও কণ্ঠশিল্পী রফিকুল আলম। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি তাঁদের হাতে সম্মাননা তুলে দেবেন।

বিজ্ঞাপন

১৯৮৮ সাল থেকে রবীন্দ্রসংগীত ও নবীন শিল্পীদের বিকাশে কাজ করে আসছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। তাদের উদ্যোগেই প্রতিবছর এই উৎসব হয়। এবার সারা দেশের প্রায় ২০০ শিল্পী একক ও দলীয় পরিবেশনায় অংশ নেবেন।সাতদিনের সেরা