kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

অন্তর্জালে দুই নায়িকার ঝগড়া

রংবেরং প্রতিবেদক   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅন্তর্জালে দুই নায়িকার ঝগড়া

শবনম বুবলী, অপু বিশ্বাস

শরীফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিমের ঘনিষ্ঠতা নিয়ে ফেসবুকে পরীমনি ও মিমের ঝগড়া সবে শেষ হলো। এর মধ্যেই নতুন করে ঝগড়া শুরু করেছেন  অপু বিশ্বাস ও শবনম বুবলী। একজন শাকিব খানের বর্তমান স্ত্রী, আরেকজন সাবেক। ২০১৭ সালে শাকিবের সঙ্গে পারিবারিক ছবি দিয়ে ক্যাপশনে ‘ফ্যামিলি টাইম’ লিখে অপুর রোষানলে পড়েছিলেন বুবলী।

বিজ্ঞাপন

এবারও শুরুটা করেছেন অপু বিশ্বাস।

‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’ শিরোনামের একটি সংবাদ মঙ্গলবার ফেসবুকে শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘কি যে মজা মজা। ’ বুবলী বুঝতে পারেন খোঁচাটা অপু তাঁকেই দিয়েছেন। গতকাল দুপুরে অপুকে ইঙ্গিত করে একটি পোস্ট করেন। লেখেন, ‘একজন হঠাৎ করেই বলে উঠল, আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি। হা হা হা। ’

বুবলীর এই পোস্ট চোখে পড়তেই অপু আবার পাল্টা পোস্ট লেখেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কলপারের বুলি বেটি বেটি বেটি। ’ এরপর অবশ্য বুবলী কোনো উত্তর দেননি। বিষয়টি নিয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় তিনি উত্তরায় শুটিং করছেন ‘মায়া—দ্য লাভ’ ছবির। বুবলীকে না পেয়ে পরিচালক জসিমউদ্দিন জাকিরকে ফোন দিলে তিনি বলেন, ‘আমরা বড় একটি সেট নির্মাণ করে দুই ক্যামেরায় শুটিং করছি। বুবলী চাইলেও এখন ফোন ধরতে পারবেন না। মধ্যরাত পর্যন্ত টানা শুটিং। ’

তবে অনায়াসে পাওয়া গেল অপু বিশ্বাসকে। তিনি ফোন ধরে বলেন, ‘আমি যেটা বলার ফেসবুকেই বলছি। তা ছাড়া আমার প্রতিটি পোস্টও সাংবাদিকদের ট্যাগ করছি। কোনো লুকোচুরি নেই আমার মধ্যে। সম্পর্ক নিয়ে তো লুকোচুরি করার প্রশ্নই ওঠে না। এটা অন্যদের দ্বারা সম্ভব, আমার দ্বারা নয়। ’

তবে অপু ও বুবলীর এই ঝগড়া নিয়ে শাকিব খান এখনো মুখ খোলেননি। তিনি নীরবতা ভাঙলে হয়তো ঝগড়ায় নতুন মোড় আসতে পারে।সাতদিনের সেরা