kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

ছবিতে সংবাদ

‘মাস্ক খোলো বলছি...!’

৬ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘মাস্ক খোলো বলছি...!’

কয়েক বছর ধরে মুম্বাইয়ে বলিউড তারকারা আয়োজন করেন দুর্গাপূজার। বাঙালিরাই আয়োজন করেন, এবার যেমন করলেন কাজল। সহ-আয়োজক অভিনেত্রীর কাজিন ‘ব্রহ্মাস্ত্র’খ্যাত পরিচালক অয়ন মুখার্জি। অষ্টমীর দিনে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা।

বিজ্ঞাপন

এর মধ্যে ছিলেন রানি মুখার্জি, রণবীর কাপুর, মৌনি রায় এবং জয়া বচ্চন। জয়া আর কাজলের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরে পূজায় এসেছেন জয়া, তাঁকে দেখেই তেড়ে এলেন কাজল। ‘মাস্ক খোলো বলছি...!’ তারপরই হাসিমুখে জয়াকে জড়িয়ে ধরলেন।

 সাতদিনের সেরা