kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

আরো খবর

২ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

জাকিয়া বারী মম

-    শেহজাদ খান বীরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার কিছুক্ষণ পরই সন্তানের নামে ফেসবুক পেজ চালু করেন শবনম বুবলী। ‘শেহজাদ খান বীর’ নামের পেজটি এক দিনেই ১০ হাজার অনুসারী পায়।  

-    গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ইস্পাহানী আরিফ জাহানের ছবি ‘হৃদিতা’র নতুন গান। কবির বকুলের লেখা ‘শুধু একবার ছোঁব’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা।

বিজ্ঞাপন

সুর ও সংগীত করেছেন অমিত ঈশান। পর্দায় ঠোঁট মিলিয়েছেন পূজা চেরী ও এ বি এম সুমন।

-    একসঙ্গে ১০টি চরিত্রে হাজির হতে যাচ্ছেন জাকিয়া বারী মম। আগামীকাল অন্তর্জালে প্রকাশিতব্য একটি বিশেষ ‘পোর্টফোলিও’তে এভাবে হাজির হবেন তিনি।  

-    যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ‘পরাণ’ ছবির প্রেক্ষাগৃহ সংখ্যা। ৩০ সেপ্টেম্বর থেকে ছবিটি আরো ১২টি হলে চলছে বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফি।

-    জিমে শরীরচর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সালমান খানের ‘বডি ডাবল’ হিসেবে পরিচিত মুখ সাগর পাণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন সালমান খান।

-    আবারও দক্ষিণ ভারতীয় ছবির কাছে বক্স অফিসে মার খেল বলিউড। মণি রত্নমের ‘পন্নিয়ান সেলভান ১’-এর ঝড়ে রীতিমতো উড়ে গেল দক্ষিণি ছবির হিন্দি রিমেক  হৃতিক রোশান, সাইফ আলী খান অভিনীত ‘বিক্রম বেদা’। মুক্তির প্রথম দিনে ‘পন্নিয়ান সেলভান ১’ বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটি রুপি। ভারতে আয় ৪০ কোটি, এর মধ্যে শুধু তামিলনাড়ু রাজ্যেই প্রথম দিনে আয় ২৫ কোটি ৮৬ লাখ রুপি। অন্যদিকে ‘বিক্রম বেদা’ বিশ্বব্যাপী আয় করেছে ৪০ কোটি রুপি। শুধু ভারতে আয় করেছে ১০ কোটি ৫৮ লাখ রুপি। বিশেষজ্ঞরা এই আয়কে বলছেন ‘মন্দের ভালো’।সাতদিনের সেরা