kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

স্পাইডারম্যান হতে অডিশন দিয়েছিলেন টাইগার

রংবেরং ডেস্ক   

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্পাইডারম্যান হতে অডিশন দিয়েছিলেন টাইগার

২০১৭ সালে ভারতে ‘স্পাইডার-ম্যান—ফার ফ্রম হোম’-এর প্রচারণায় টাইগার শ্রফ

বলিউডের ‘সুপারহিরো’ তিনি, অভিনয় করেছেন বলিউডি সুপারহিরো মুভি ‘ফ্লাইং জাট’-এ। তবু টাইগার শ্রফের ইচ্ছে হয়েছিল দুনিয়াজুড়ে পরিচিতি পাওয়া সুপারহিরো স্পাইডারম্যান হতে। যদিও নিজ লক্ষ্যে এখনো পৌঁছতে পারেননি টাইগার, তবে হলিউডের জনপ্রিয় এই সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন টাইগার। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার শ্রফ বলেন, ‘আমি স্পাইডারম্যান চরিত্রের জন্য অডিশনও দিয়েছি।

বিজ্ঞাপন

নির্মাতাদের কাছে আমার শো রিলের একটি টেপ পাঠিয়েছিলাম। আমার দক্ষতায় তাঁরা মুগ্ধ হয়েছিলেন। তাঁদের বলেছিলাম, ভিএফএক্স-এর খরচ অনেক বাঁচিয়ে দিতে পারব, কারণ স্পাইডারম্যান যা করতে পারে আমি সেগুলোর বেশির ভাগই পারি। ’ জানা গেছে, হলিউডের ‘স্পাইডারম্যান’ হওয়ার পথে অনেকটাই এগিয়ে ছিলেন টাইগার। তবে শেষ পর্যন্ত তাঁকে বাছাই করেনি কর্তৃপক্ষ। তবে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন টাইগার, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান—ফার ফ্রম হোম’ ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন এই অভিনেতা।

 সাতদিনের সেরা