kalerkantho

বৃহস্পতিবার । ১ নভেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সেন্সর ছাড়পত্র পেতে নাম বদল ‘বর্ডার’ হলো ‘সুলতানপুর’

রংবেরং প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসেন্সর ছাড়পত্র পেতে নাম বদল ‘বর্ডার’ হলো ‘সুলতানপুর’

‘বর্ডার’ ছবির একটি দৃশ্য

সৈকত নাসিরের ‘বর্ডার’ ছবিটি সেন্সরে জমা পড়েছিল গত মাসের দ্বিতীয় সপ্তাহে। ২৩ আগস্ট ছবিটি বোর্ডের সদস্যরা দেখেন। সেদিন তাঁরা ছবিটির ছাড়পত্র দেননি। জানিয়েছিলেন, কিছু দৃশ্য কর্তন ও সংযোজন করতে হবে।

বিজ্ঞাপন

আরেকবার দেখার পর সেটা পরিচালককে জানানো হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার ছবিটি দেখে সেন্সর বোর্ড। ৮ সেপ্টেম্বর পরিচালককে বিভিন্ন দৃশ্যের কর্তন ও সংযোজন করার নির্দেশনা দেন। সেই সঙ্গে ছবির নাম ‘বর্ডার’ও পরিবর্তন করতে বলেন। তখন বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন নির্মাতা। জানিয়েছিলেন, ছবির শুটিং শেষ। এখন আবার নতুন দৃশ্য সংযোজন করা সম্ভব নয়। তা ছাড়া ছবির গল্প সীমান্তবর্তী এলাকা নিয়ে। তাই নাম ‘বর্ডার’ হওয়াই উচিত। এরপর কেটে গেছে আরো তিন সপ্তাহ। শেষ পর্যন্ত পরিচালক সৈকত নাসির তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ছবির নাম ‘বর্ডার’ বদলে ‘সুলতানপুর’ রেখেছেন। বোর্ডের সদস্যদের কথামতো কিছু দৃশ্য বাদও দিতে চান তিনি। গতকাল সৈকত বলেন, ‘উপায় নেই। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত আমাকে মানতেই হবে। নইলে ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে না। আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকের জন্য। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হয়। দর্শককে ছবিটি দেখানোর জন্যই সব মেনে নিচ্ছি। তবে সেন্সর বোর্ডের নিয়ম-কানুন আরো শিথিল হওয়া উচিত। নইলে কেউ আর বাস্তব ঘটনা নিয়ে বা সেনসেটিভ বিষয় নিয়ে ছবি বানাতে আগ্রহী হবেন না। ’ 

 

 সাতদিনের সেরা