kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

ছবিতে সংবাদ

২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেছবিতে সংবাদ

রাজ্যর জন্য অপুর উপহার

পরীমনি ও শরীফুল রাজ দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে দেখতে গিয়েছিলেন অপু বিশ্বাস। সঙ্গে নিয়ে গিয়েছিলেন উপহার। রাতে পরীর বাসায় ডিনারও করেন ‘ঢালিউড কুইন’। অপুর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন পরী ও রাজ।

বিজ্ঞাপন

পরী লেখেন, ‘এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুুটে গিয়েছিল হাসপাতালে। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ রান্না করে নিয়ে এলো। রাজ্যের জন্য দুই হাত ভরে কত উপহার! ভালোবাসা অপুদি। ’


সাফজয়ী মেয়েদের সঙ্গে ভাবনা

গতকাল সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হাজির হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটান তিনি। কেক কেটে বিজয় উদযাপনও করেছেন। ফুটবলারদের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন অভিনেত্রী। ভিডিও করেন কেক কাটার মুহূর্তের। ফেসবুকে ছবি শেয়ার করে ভাবনা লেখেন, ‘আমাদের মেয়েরা জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা—এসব কিছুর জবাব বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয়। ’সাতদিনের সেরা