kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

আরো খবর

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে♦    ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া স্বল্পদৈর্ঘ্য ছবি ‘শিরিনের একাত্তর যাত্রা’র শুটিং শুরু হলেও জানেন না পরিচালক এমদাদুল হক খান। তাঁর নামে ছবিটি অনুদান পেলেও এখন প্রযোজক দীপক চৌধুরীই ছবিটি নির্মাণ করছেন বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন এমদাদ।

♦    অশালীন সংলাপের অভিযোগে কাজল আরেফীন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি পর্বের কয়েকটি দৃশ্য সরিয়ে ফেলা হয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল থেকে।

♦    গত জুনে ‘আর্বোভাইরাস’ ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দলপ্রধান ও ভোকাল সুফি ম্যাভরিক।

বিজ্ঞাপন

২৩ সেপ্টেম্বর ব্যান্ডের হয়ে সর্বশেষ কনসার্টে অংশ নিয়েছেন সুফি।

♦    তারকা দম্পতি নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া নাঈম সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়িকা হিসেবে বেশ পরিচিত। এবার মাহদিয়া ১৯৯৬ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘আরমান’-এর ‘আকেলে না জানা’ গানটি কাভার করেছেন। চিত্রধারণ করেছেন ভারতের রাজস্থানের জয়পুরে। গতকাল মাহদিয়ার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

♦    সুন্দরবনে শুটিং হওয়া দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ চলছে দেশের ৩৫ হলে। ঢাকার চিত্রামহল সিনেমা হলে গতকাল শো চলাকালে ছবিটির কলাকুশলীদের পাশাপাশি সোনা, রুপা ও হীরা নামের তিন কৃত্রিম বাঘও হাজির হয়েছিল। দীপংকর জানান, বাচ্চাদের আকৃষ্ট করার পাশাপাশি সুন্দরবনের বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

♦    দীর্ঘ বিরতির পর ১ অক্টোবর চলচ্চিত্রের শুটিংয়ে ফিরছেন শাকিব খান। তপু খানের ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির শুটিং করবেন সেদিন। গত কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও দুটি গানের শুটিং বাকি থাকায় নির্মাতা তখন ছবিটি মুক্তি দিতে পারেননি।

♦    এস এস রাজামৌলির পরের ছবিতে অভিনয় করবেন হলিউডের ক্রিস হেমসওয়ার্থ। তবে এখনো এই খবরের সত্যতা মেলেনি। ছবিটিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন মহেশ বাবু ও আলিয়া ভাট।

♦    অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ‘রাম সেতু’র টিজার প্রকাশ পেয়েছে গতকাল। অভিষেক শর্মার এই ছবি মুক্তি পাবে ২৫ অক্টোবর। অক্ষয় ছাড়াও অভিনয়ে আছেন জ্যাকলিন ফার্নান্দেজ, নুসরাত ভারুচা ও সত্য দেব প্রমুখ।সাতদিনের সেরা