kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

জ্যাকলিনের অপরাধনামা

৫০ হাজার রুপিতে মিলল জামিন

রংবেরং ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৫০ হাজার রুপিতে মিলল জামিন

প্রতারক সুকেশ চন্দ শেখরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এখন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের [ইডি] নজরদারিতে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সুকেশের ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় ভালোই ফেঁসেছেন লঙ্কান অভিনেত্রী। গতকাল দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ডাক পড়েছিল ৩৭ বছর বয়সী অভিনেত্রীর।

গতকালই জেলে যেতে হতো অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

জামিনের আবেদন করে সফল হওয়ায় জেলে যেতে হয়নি তাঁকে। জামিনের জন্য ৫০ হাজার রুপি জামানত রাখতে হয়েছে জ্যাকলিনকে। পরের শুনানি হওয়ার কথা ২২ অক্টোবর। গতকাল জামিন না হলে লম্বা সময়ের জন্য জেলে থাকতে হতো অভিনেত্রীকে। কারণ সামনেই ভারতে ধর্মীয় উৎসবের মৌসুম।

গত সপ্তাহেই দিল্লি পুলিশের ইকোনমিকস অফেন্সেস উইংয়ের দীর্ঘ জেরার মুখে পড়তে হয় জ্যাকলিনকে। ইডি কার্যালয়েও গিয়েছেন কয়েকবার। ইডি চার্জশিটে জানিয়েছে, সব জেনেই সুকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকলিন। বলিউডের কয়েকজন সহকর্মী তাঁকে সুকেশ সম্পর্কে সাবধান করলেও তিনি কান দেননি। ডিজাইনার লিপাক্সিকে সুকেশ প্রচুর অর্থ দিয়েছিলেন অভিনেত্রীর জন্য এক্সক্লুসিভ পোশাক বানাতে। চেন্নাইসহ ভারতের অনেক শহরের বড় বড় হোটেলে জ্যাকলিন দেখা করেছিলেন সুকেশের সঙ্গে। তদন্ত কর্মকর্তাদের কাছে এসব স্বীকার করে নিয়েছেন জ্যাকলিন। ইডির দাবি, জ্যাকলিনের পরিবারও সুকেশের কাছ থেকে সাহায্য নিয়েছে। জ্যাকলিনের অনুরোধে এক লাখ ৭২ হাজার ৯১৩ ডলার সুকেশ পাঠিয়েছিলেন অভিনেত্রীর বোনের অ্যাকাউন্টে। অস্ট্রেলিয়ায় থাকা জ্যাকলিনের ভাইকে পাঠানো হয়েছে ২৬ হাজার ৪৭০ অস্ট্রেলিয়ান ডলার। বাহরাইনে অবস্থিত জ্যাকলিনের মা-বাবাকে সুকেশ কিনে দিয়েছেন দুটি বিলাসবহুল গাড়ি

ইডির দেওয়া তথ্য মতে, ওই কয়েক মাসে সাত কোটি রুপি মূল্যের উপহার ও অর্থ নিয়েছিলেন জ্যাকলিন। অভিনেত্রীর অনুরোধে এক লেখককে ১৫ লাখ রুপি দেন সুকেশ। ইডি বলছে, ‘জ্যাকলিন ইচ্ছাকৃতভাবেই সুকেশের অপরাধগুলো পাশ কাটিয়ে একাধিক আর্থিক বিনিময় করে গেছেন। এই সম্পর্ক থেকে শুধু তিনিই নন, আর্থিক সুবিধা নিয়েছে তাঁর পরিবারও। অর্থের লোভে যে মানুষটার সঙ্গে সম্পর্কে আছেন তাঁর অপরাধী মনোভাব কোনো গুরুত্বই পায়নি অভিনেত্রীর কাছে। ’সাতদিনের সেরা