kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

আরো খবর

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►  দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবির প্রচারণায় অংশ নিতে ‘দৈনিক কালের কণ্ঠ’ অফিসে এসেছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। এ সময় দলে ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ, জিয়াউল রোশানসহ অনেকে।

►  দুর্গাপূজা উপলক্ষে ‘মহাদেব’ শিরোনামের একটি গান নিয়ে আসছেন বাঁধন সরকার পূজা। গানটিতে তাঁর সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন মৌমিতা বড়ুয়া, জি এম জন, শোভন রায় ও অজয় রায়।

বিজ্ঞাপন

৩০ সেপ্টেম্বর প্রোটিউনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশ পাবে বলে জানিয়েছেন পূজা।

►  আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমিতে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’ নাটক দেখতে যাবে ‘বিউটি সার্কাস’ ছবির দল। মাহমুদ দিদারের নেতৃত্বে থাকবেন জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমনসহ ছবির অন্য কলাকুশলীরা। খবরটি নিশ্চিত করেছে প্রাচ্যনাট।

►  ২০১৩ সালে ‘জনম জনম’ নামে একটি গান প্রকাশ করে রাতারাতি আলোচনায় আসেন শিল্পী অনিক সাহান। তবে এরপর আর গানে নিয়মিত হননি তিনি। দীর্ঘ বিরতির পর আবার নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন অনিক। এর মধ্যে তিনটি গানের ভিডিও চিত্রও নির্মাণ শেষ হয়েছে বলে জানান। চলতি বছরই গান তিনটি প্রকাশ করবেন তিনি।

►  দুর্গাপূজা উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেতে যাচ্ছে ‘দেখাও মা’। প্রসেনের কথায় গানটির সুর করেছেন কিশোর দাস। গেয়েছেন সন্দীপন দাস, ধ্রুব গুহ, সকন্যাসহ অনেকে।

 

 সাতদিনের সেরা