kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

হলিউডি আলিয়ার প্রথম ঝলক

রংবেরং ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহলিউডি আলিয়ার প্রথম ঝলক

‘হার্ট অব স্টোন’ ছবির প্রথম ঝলকের একটি দৃশ্যে আলিয়া ভাট

বলিউডে পুরো বছরটিই যেন আলিয়া ভাটের বছর। ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ডার্লিংস’ ও সর্বশেষ ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে এ বছর। সব ছবিই সমালোচকদের কাছে সমাদৃত হয়েছে, পেয়েছে বক্স অফিস সাফল্যও।

এ বছরই প্রথমবার করেছেন হলিউড ছবির শুটিং।

বিজ্ঞাপন

গতকাল সেই ‘হার্ট অব স্টোন’ ছবির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে সেটা শেয়ার দিয়েছেন আলিয়াও। অ্যাকশনে ভরপুর নেটফ্লিক্সের এই থ্রিলার টিজারটি সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।

বলিউড নায়িকার প্রথম হলিউড ছবিতে তাঁর চরিত্রের নাম কেয়া ধাওয়ান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন আলিয়া।

‘হার্ট অব স্টোন’ ছবির অন্যতম প্রধান চরিত্র র‌্যাচেল স্টোনের ভূমিকায় আছেন হলিউডের ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত। আরো আছেন জেমি ডরমান। ছবিটি পরিচালনা করছেন টম হারপার।

নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের প্রথম ভাগে মুক্তি পাবে ছবিটি।সাতদিনের সেরা