kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

ববি-সনেটের প্রেম প্রকাশ্যে

এবার বিয়ের পালা

রংবেরং প্রতিবেদক   

২০ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএবার বিয়ের পালা

ইয়ামিন হক ববি

ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রযোজক সাকিব সনেটের প্রেম—এই গুঞ্জন অনেক দিনের। বরাবরই প্রেম ও বিয়ের খবর অস্বীকার করে এসেছেন ‘বিজলী’ অভিনেত্রী। বৃহস্পতিবার ছিল তাঁর জন্মদিন। মুক্তি প্রতীক্ষিত ছবি রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ টিমের সদস্যদের সঙ্গে নিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটে উদযাপন করেন ববি।

বিজ্ঞাপন

এ সময় তাঁর পাশে ছিলেন সনেটও। পরে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমময় একটি পোস্ট করেন ‘নোলক’ প্রযোজক। এই পোস্ট ঘিরে তাঁদের সম্পর্কের বিষয়টা নতুন করে আলোচনায় এলো। দুজনের একটি ছবি শেয়ার করে সনেট লেখেন, ‘আজ তোমার জন্মদিন। এ দিনটা আমারই সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসির জন্য এই উদযাপন। আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার তোমার ভালোবাসা। আমি খুশি তুমি পৃথিবীতে এসেছ, তার চেয়েও বেশি খুশি তুমি আমার জীবনে এসেছ। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি। ’

সনেটের আবেগঘন এই লেখা পড়লে ইঙ্গিতটা স্পষ্ট হয়, তাঁরা সম্পর্কে আছেন। অনেকের ধারণা, এই যুগল বিয়েটাও সেরে ফেলেছেন। ববি বিয়ের কথাটা অস্বীকার করে বললেন, ‘আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, কিন্তু আমরা বিয়ে করিনি। বিয়ে অনেক বড় ব্যাপার। ’ তবে সনেট জানান, শিগগিরই বিয়ে করবেন তাঁরা। দুই পরিবারের সম্মতি পেলে এ বছরই শুভ কাজটা সেরে নিতে চান। এ ক্ষেত্রে ববির মতামতকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

বছর পাঁচেক আগে ‘নোলক’ চলচ্চিত্রে অভিনয়ের সূত্রে সনেটের সঙ্গে ববির সখ্য গড়ে ওঠে। সনেট বলেন, ‘একসঙ্গে দীর্ঘদিন কাজ করতে গিয়ে আমরা একে অন্যের কাছে এসেছি। ও পরিবার অন্তপ্রাণ একজন মানুষ। আমরা দুজনই দুজনকে যথেষ্ট সম্মান করি। ’সাতদিনের সেরা