* ‘এক দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল, এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন, দেখবেন দাম কমে গেছে। চলেন তাই করি’—ফেসবুকে এমন পোস্ট দিয়ে পোলট্রি খামারিদের তোপের মুখে পড়লেন অভিনেতা ওমর সানী।
* গতকাল ছিল ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন।
এই দিনে বাচ্চুর গাওয়া জনপ্রিয় পাঁচটি গান নিয়ে ম্যাশআপ করেছেন জুয়েল মোর্শেদ, শেখ সাদী, শামস ইকবাল ও নুরনবী।
* গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সৈকত নাসিরের নতুন ছবি ‘বর্ডার’-এর টিজার। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে টিজারটি প্রকাশ পেয়েছে। অভিনয় করেছেন সাঞ্জু জন, অধরা খান, আশীষ খন্দকারসহ অনেকে।
অন্যদিকে একই দিনে প্রকাশ পেয়েছে রায়হান রাফির আলোচিত ছবি ‘দামাল’-এর ট্রেলার। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজসহ অনেকে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবিটি।
* দেড় মাস পর আবার শুটিংয়ে ফিরেছেন বাপ্পী চৌধুরী।
সুমন ধরের ‘শত্রু’ ছবির শুটিং করছেন ১৩ আগস্ট থেকে।
* শনিবার প্রকাশ পেয়েছে ‘পিপ্পা’ ছবির ট্রেলার। ট্রেলারে ৩ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যুদ্ধ ঘোষণা দেখানো হয়েছে। শোনা গেছে ‘জয় বাংলা’ স্লোগানও। রাজা মেনন পরিচালিত এবং ইষাণ খাট্টার ও ম্রুণাল ঠাকুর অভিনীত ছবিটি মুক্তি পাবে ২ ডিসেম্বর।
* বলিউডের গায়ক-সুরকার রাহুল জৈনের বিরুদ্ধে ফের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ৩০ বছর বয়সী একজন কস্টিউম ডিজাইনার মুম্বাইয়ের এক থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ অস্বীকার করেন ‘আনে ওয়ালে কাল’ গানের গায়ক রাহুল। এর আগে এক নারী রাহুল ও তাঁর পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ অবশ্য মিথ্যা প্রমাণিত হয়েছিল।