kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

ছবিতে সংবাদ

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবিতে সংবাদ

এলো আনুষ্ঠানিক ঘোষণা

আগেই জানা গিয়েছিল, মা-বাবা হতে চলেছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার দম্পতি। তবে এত দিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন ‘অ্যালোন’ ছবির নায়ক-নায়িকা। অবশেষে গতকাল জল্পনার অবসান ঘটালেন বিপাশা বসু। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি দিলেন ‘জিসম’ অভিনেত্রী।

বিজ্ঞাপন

সাদা শার্টের ভেতর থেকে উঁকি দিচ্ছে বেবি বাম্প, তাতে হাত রেখেছেন হবু পিতা করণ। ক্যাপশনে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অন্যের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমাদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরো এক নাম। আশীর্বাদ করুন আমাদের। ’সাতদিনের সেরা