kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

২৫ বছর পর পরিচালনায় জনি ডেপ

রংবেরং ডেস্ক   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২৫ বছর পর পরিচালনায় জনি ডেপ

অভিনেতা হিসেবেই দুনিয়াজুড়ে তাঁর পরিচিতি। এ ছাড়া ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত হলিউডের এই ৫৯ বছর বয়সী ‘ব্যাড বয়’। অভিনয়ের পাশাপাশি ১৯৯৭ সালে চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। ‘দ্য ব্রেভ’ ছবিটিতে মার্লোন ব্রান্ডোর সঙ্গে অভিনয়ও করেছিলেন।

বিজ্ঞাপন

হলিউড রিপোর্টারের দেওয়া এক খবরে জানা গেল, ২৫ বছর পর ফের পরিচালকের আসনে বসে ‘লাইট... ক্যামেরা... অ্যাকশন’ বলবেন এই অভিনেতা। ইতালিয়ান ইহুদি চিত্রশিল্পী আমেদেও মোদিলিয়ানির বায়োপিক নির্মাণ করবেন জনি। আমেদেও মাত্র ৩৬ বছর জীবিত ছিলেন। জীবদ্দশায় তাঁর আঁকা শিল্পকর্ম সমাদর পায়নি, এমনকি শিল্পীও নিজেকে ব্যর্থ মনে করতেন। ১৯২০ সালে প্যারিসে তাঁর মৃত্যু হয়, এরপরই খ্যাতি পান তিনি। ছবিটির সহপ্রযোজকও জনি ডেপ, সঙ্গে থাকবেন হলিউড কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। পরিচালনা ও প্রযোজনায় জনপ্রিয় দুই অভিনেতা থাকলেও ছবিতে তাঁরা অভিনয় করবেন কি না এ বিষয়ে কিছুই জানাননি ডেপ। এ বছরই ছবিটির শিল্পী-কলাকুশলী চূড়ান্ত করবেন জনি ডেপ। সামনের বছরের বসন্তে ফ্রান্সে শুরু করবেন ছবিটির শুটিং।সাতদিনের সেরা