kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

কথা রাখলেন সুমন

রংবেরং প্রতিবেদক   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকথা রাখলেন সুমন

জীবন-মরণের সঙ্গে লড়াই করে জিতে ফিরেছেন ‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান ও গায়ক আবদুস সুমন। ক্যান্সারের চিকিৎসা নেওয়ার সময়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। কিছুটা সুস্থ হয়ে গত বছর সেপ্টেম্বরে গানে ফেরেন ‘বেজবাবা’। তখনই জানিয়েছিলেন, ২০২২ সালে ‘অর্থহীন’ ব্যান্ডের অষ্টম অ্যালবাম প্রকাশ করবেন।

বিজ্ঞাপন

সেই কথাই রাখতে যাচ্ছেন তিনি। ১৪ আগস্ট ফেসবুকে তিনি লিখেন, ‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। প্রতিদিন গড়ে চার ঘণ্টার বেশি ঘুমাইনি। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন! কোনো একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকব ১০-১৫ দিনের জন্য। বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করব। গত বছরের শেষে বলেছিলাম, আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়ব। সেটাই হবে। শিগগিরই অ্যালবামের বিস্তারিত জানানো হবে। ’

 সাতদিনের সেরা