kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

যা পোশাক পরেন সোনম তার প্রায় সবই ধার করা

রংবেরং ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযা পোশাক পরেন সোনম তার প্রায় সবই ধার করা

সোনম কাপুর

করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ চাচাতো ভাই অর্জুন কাপুরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সোনম কাপুর। ‘খুবসুরত’ অভিনেত্রী মা হবেন শিগগিরই, বেবি বাম্প সমেত সোনমের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। পাশাপাশি অভিনেত্রীর খোলামেলা কথামালা উপভোগ করেছে দর্শকরা।

কথা বলতে গেলে বরাবরই রাখঢাক রাখেন না সোনম।

বিজ্ঞাপন

এই শোতে এসে সোনম ফাঁস করে দিলেন, তাঁর পরা ৯০ শতাংশ পোশাক আসলে ভাড়া করা।

কথা প্রসঙ্গে সোনমকে বলেন করণ, কোনো ইভেন্টের আগে তারকারা যে ফ্যাশন ফটোগ্রাফি করে থাকেন, এই ট্রেন্ড একসময় সোনমই শুরু করেছিল।

করণ প্রশ্ন করেন, এখন কি সবাই ফ্যাশন ফটো একটু বেশিই তুলছে?  উত্তরে সোনম বলেন, ‘আমি আর রিয়া (সোনমের বোন) ট্রেন্ডটা শুরু করেছিলাম। ভাবনায় ছিল, রেড কার্পেটের নেপথ্যে অনেক বড় ব্যবসা আছে। তাই আমরা পোশাক কম্পানির ধার করা পোশাক পরি, আমার পরা ৯০ শতাংশ পোশাকই ধার করা। আমরা কিনি না মোটেই। পাগল নাকি এত পয়সা খরচ করব!’

‘নীরজা’ অভিনেত্রী আরো বলেন, তাঁরা (সোনম ও রিয়া) পোশাকের ক্রেডিট দেন। ডিজাইনাররাও খুব সুন্দর কিছু ফটো পান। কিন্তু অন্য অভিনেত্রীরা সবাই পোশাক ধার করে রেড কার্পেটে ওঠেন কি না সেটা জানেন না সোনম।

 সাতদিনের সেরা