kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

রংবেরং প্রতিবেদক   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় আসছেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি প্রথমবার ঢাকায় আসছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি তিনি ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তিনি বলেন, ‘নোরা ফাতেহির সঙ্গে আমাদের চূড়ান্ত আলোচনা হয়েছে। আমরা ডিসেম্বরের মাঝামাঝি একটা তারিখ চূড়ান্ত করে তাঁকে জানাব।

বিজ্ঞাপন

তিনি ডিসেম্বরে আমাদের জন্য শিডিউল রেখেছেন। ঢাকায় আসবেন বলে কথা দিয়েছেন। ’ ‘সাকি সাকি’, ‘দিলবার’ গান দুটি দিয়ে দারুণ জনপ্রিয়তা পান নোরা। ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ ছবিগুলোতে নেচে নজর কাড়েন সারা বিশ্বের। এই মুহূর্তে তিনি তেলুগু, মালয়ালাম, ও তামিল ছবিতেও কাজ করছেন। ছবির পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা মেলে নোরার।

 সাতদিনের সেরা