kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

আরো খবর

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

রিটা ওরা ও তাইকা ওয়াইতিতি

►    বাংলাদেশের নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা। ‘দাদা মানুষ দেখতে চাই’ ও ‘আমার এ গান শোনে’ শিরোনামের গান দুটির গীতিকার রিপন মাহমুদ। সুর ও সংগীত করেছেন গৌতম পল্লব। গান দুটিতে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় তথ্যগুলো প্রকাশ করেন নচিকেতা।

বিজ্ঞাপন

দুটি গানেরই ভিডিও নির্মাণ করবেন রিজভী আহমেদ।

►    সেন্সর ছাড়পত্র পেয়েছে আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার পর্দায় জুটি হয়ে ফিরবেন সিয়াম আহমেদ ও পরীমনি। ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন তাঁরা। সরকারি অনুদানের ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এ বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

►    ঈদের পর শুটিংয়ে ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব। ৯ আগস্ট থেকে তিনি তৌফিকুল ইসলামের ‘ফিরে এসো সুরঞ্জনা’ নাটকের শুটিং করছেন। এই নাটকের মাধ্যমে তিনি প্রথমবার জুটি বেঁধেছেন জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে।

►    ব্রিটিশ গায়িকার রিটা ওরা ও নিউজিল্যান্ডের চলচ্চিত্র নির্মাতা তাইকা ওয়াইতিতি বিয়ে করেছেন। এক বছর হলো প্রেম করছিলেন তাঁরা। বিয়ের খবর দিয়েছে ম্যাগাজিন ‘ই’।

►    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের ভেন্টিলেশনে মার্কিন অভিনেত্রী আন হেচ। শুক্রবার সকাল ১১টায় ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ৫৩ বছর বয়সী ‘সিক্স ডেজ সেভেন নাইটস’খ্যাত অভিনেত্রী।সাতদিনের সেরা