kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

প্রথমবার একসঙ্গে রোশান-মিত

রংবেরং প্রতিবেদক   

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার একসঙ্গে রোশান-মিত

জিয়াউল রোশানের ছয়টি ছবি মুক্তি পেয়েছে। জাহারা মিতুর হাতে আছে ছয়টি ছবি, কোনোটিই এখনো মুক্তি পায়নি। এ দুজন এবার জুটি বেঁধেছেন মাহফুজুর রহমানের ‘দ্য ডল’ ছবিতে। এরই মধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

এ মাসের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানান জাহারা মিতু। অভিনেত্রী বলেন, ‘এটা আমার ক্যারিয়ারে সাত নম্বর ছবি। এত দিন রোশানের সঙ্গে কাজ হবে হবে করেও হচ্ছিল না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কথা হতো আমাদের। ছবির গল্প-প্লট, ইন্ডাস্ট্রিসহ নানা বিষয় নিয়ে আলাপ করতাম আমরা। অপেক্ষায়ও ছিলাম এক ছবিতে অভিনয়ের। অবশেষে দুজন এক ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আমার অভিনীত চরিত্রটির নাম ফারিন। শুরুর দিকে খুব সরল-সোজা মনে হলেও ধীরে ধীরে ধোঁয়াশা তৈরি হবে চরিত্রটি নিয়ে। গল্পে রাজনৈতিক কিছু বিষয়ও উঠে আসবে। রাজনীতির ভালো ও মন্দ দুটি দিকই প্রকাশ করবেন পরিচালক। ’

 সাতদিনের সেরা